বিজয়নগরে লুৎফুর রহমান ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরন

চট্টগ্রাম, ধর্ম, বিজয়নগর, ব্রাহ্মণবাড়িয়া, ১১ এপ্রিল ২০২৩, 176 বার পড়া হয়েছে,

ব্রাহ্মণবা‌ড়িয়ার বিজয়নগ‌রে গণপ্রজাতন্ত্রী বাংলা‌দেশ সরকার অনু‌মো‌দিত লুৎফুর রহমান ফাউ‌ন্ডেশ‌নের উ‌দ্যো‌গে প‌বিত্র মা‌হে রমযান ও ঈদুল ফেতর‌কে সাম‌নে রে‌খে গরীব দুঃখী ও অসহায় প‌রিবারের ম‌ধ্যে ঈদ সামগ্রী বিতরন করা হ‌য়ে‌ছে । স‌রে জ‌মি‌নে জানা‌ যায়, ১০ এ‌প্রিল রোজ সোমবার বেলা ১১ টার সময় উপ‌জেলার পাহাড়পুর ও বিষ্ণুপুর ইউ‌নিয়‌নের প্রতি‌টি ওয়া‌র্ডে প্রায় ৬০০ শত প‌রিবা‌রের মা‌ঝে ঈদ সামগ্রী বিতরন করা হয় । এগু‌লো ছি‌লেন, তেল , পেয়াজ, রসূন, সেমাই, দুধ, লবন, চি‌নি ইত‌্যা‌দি । উক্ত ফাউ‌ন্ডেশ‌নের নির্বাহী ও বিজয়নগর উপ‌জেলা প‌রিষ‌দের চেয়ারম‌্যান না‌ছিমা মুকাই আলীর নেতৃ‌ত্বে উক্ত ঈদ সামগ্রী বিতরন করা হয় । এ বিষ‌য়ে না‌ছিমা মুকাই আলী জানান আজ আমরা ২ টি ইউ‌নি‌য়ে ঈদ সামগ্রী বিতরন ক‌রে‌ছি, পর্যায়ক্রমে উপ‌জেলার প্রতি‌টি ইউ‌নি‌য়নে তা বিতরন করা হ‌বে । এ সময় ফাউ‌ন্ডেশ‌নের সাধারন সদস‌্যবৃন্দ , এলাকার গন‌্যমান‌্য ব‌্যক্তিবর্গ এবং স্থানীয় জনপ্রতি‌নি‌ধিবৃন্দ উপ‌স্থিত ছি‌লেন।