ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত লুৎফুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র মাহে রমযান ও ঈদুল ফেতরকে সামনে রেখে গরীব দুঃখী ও অসহায় পরিবারের মধ্যে ঈদ সামগ্রী বিতরন করা হয়েছে । সরে জমিনে জানা যায়, ১০ এপ্রিল রোজ সোমবার বেলা ১১ টার সময় উপজেলার পাহাড়পুর ও বিষ্ণুপুর ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে প্রায় ৬০০ শত পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরন করা হয় । এগুলো ছিলেন, তেল , পেয়াজ, রসূন, সেমাই, দুধ, লবন, চিনি ইত্যাদি । উক্ত ফাউন্ডেশনের নির্বাহী ও বিজয়নগর উপজেলা পরিষদের চেয়ারম্যান নাছিমা মুকাই আলীর নেতৃত্বে উক্ত ঈদ সামগ্রী বিতরন করা হয় । এ বিষয়ে নাছিমা মুকাই আলী জানান আজ আমরা ২ টি ইউনিয়ে ঈদ সামগ্রী বিতরন করেছি, পর্যায়ক্রমে উপজেলার প্রতিটি ইউনিয়নে তা বিতরন করা হবে । এ সময় ফাউন্ডেশনের সাধারন সদস্যবৃন্দ , এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ এবং স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক ঃ সাংবাদিক সারুয়ার হাজারী। বিএ (অনার্স), এমএ ইংরেজি।
গণমাধ্যম ও সাংবাদিকতা বিষয়ে মাস্টার্স (অধ্যয়নরত) পিআইবি।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ঃ অভিযান সেন্টার, বিজয়নগর উপজেলা মোড়, ব্রাহ্মণবাড়িয়া।
রাইট টাইমস 24