বিজয়নগরে দাউদপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের মানববন্ধন

৮ মার্চ ২০২৩, 60 বার পড়া হয়েছে,

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সরকারি বিদ্যালয়ে অবৈধভাবে মাটি বিক্রয়ের প্রতিবাদে মানববন্ধন করেছেন উক্ত প্রতিষ্ঠানের ছাত্রী ছাত্রী ও শিক্ষকবৃন্দরা। সরে জমিনে জানা যায়, উপজেলার দাউদপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের পুকুর খননের জন্য ২০২১ সালে ৬৭ লক্ষ টাক এমএম বিল্ডার্স নামক ঠিকাদারী প্রতিষ্ঠান কন্ট্রাক নেন। পরে উত্ত প্রতিষ্ঠান নিয়মনীতির তোয়াক্কা না করে অবৈধভাবে বিভিন্ন জায়গায় মাটি বিক্রয় করেন। ফলে পুকুর খননে বাধাগ্রস্থ হয় এবং জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারই জের ধরে আজ ৫ মার্চ বেলা ১১ টার সময় বিদ্যালয়ের মেইন গেইট থেকে ছাত্র ছাত্রী ও শিক্ষকবৃন্দরা উপজেলার আমতলী বাজরে মিলিত হয়ে উক্ত প্রতিবাদ ও মানববন্ধন পালন করেন। এ বিষয়ে উক্ত দ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান খান জানান, ঠিকাদার আমাদের কথা না শুনে মামলার হুমকি দেখান। তাদেরকে পুকুর খননের জন্য কন্ট্রাক প্রদান করা হয়েছে। মাটি বিক্রয়ের জন্য নয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ ইরফান উদ্দিন আহমেদ জানান, বিষয়টি আমি শুনেছি,তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হ‌বে।