মাধবপুর মামার দেয়া অ‌গ্নি‌তে ভা‌গিনার বসত ভিটা পু‌ড়ে চাই

সারাদেশ, সিলেট, ২৫ মে ২০২৪, 50 বার পড়া হয়েছে,

আবুল হোসেন সবুজে, ষ্টাপ রি‌পোর্টার: 
হবিগঞ্জের মাধবপুরে বাড়ির সীমানা বিরোধকে কেন্দ্র করে ভাগ্নেদের বাড়িঘর আগুন দিয়ে জালিয়ে দিল মামা’রা। বিষয়টি এলাকায় বেশ ভীতির সৃষ্টি করেছে। মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামে গত ৯ মে বৃহস্পতিবার রাত সাড়ে দশটার দিকে এঘটনা ঘটে। এ ঘটনায় ভাগ্নে বাবুল মিঞার টিনশেড বসত ঘরটি পুড়ে বশ্মীভূত হয়ে যায়। এত তার প্রায় ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়। জানা যায় ওই গ্রামের মরমুজ আলীর ছেলে বাবুল মিয়া প্রতিবেশী আলম উদ্দিনের ছেলে রশিদ মিয়া ও আব্দুল আলীর আপন ভাগ্নে। তাদের মধ্যে দীর্ঘদিন ধরে বাড়ির সীমানা নিয়ে বিরোধ চলে আসছে। বাবুর মিয়া প্রবাসে থাকার সুযোগে রশিদ মিয়া ও আব্দুল আলী গাংরা বাবুর মিয়ার বাড়ির অংশের কিছু দখল করে ঘর নির্ভর করে ফেলে। কিছুদিন পূর্বে বাবুল মিয়া দেশে এসে বাড়িতে পাকা ঘর নির্মাণ করতে চাইলে রশিদ মিয়া আব্দুল আলি গংরা বাবুল মিয়াকে ঘর নির্মাণ করতে বাধা দেয় এবং বাড়াবাড়ি করলে বিভিন্নভাবে ভয়-ভীতি সহ খুন করে লাশ গুম করার হুমকি দেয়। এতে বাবুল মিয়া ভয় পেয়ে মনতলা বাজারে বাসা ভাড়া নিয়ে স্ত্রীকেসহ বসবাস করতে শুরু করেন। বাড়িতে বাবুল মিয়ার মা হনুপা বেগম বাবুলের দুই ভাগ্নেকে নিয়ে বাস করেন। হনুফা বেগম,রশিদ মিয়া ও আব্দুল আলীর আপন বোন।
এ ব্যাপারে বাবুল মিয়া হবিগঞ্জ অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট
আদালতে একটি অভিযোগ দায়ের করলে আদালত মাধবপুর থানা কে মামলা রেকর্ড করার নির্দেশ দেন।
রাইট টাইমস ২৪ ডেস্ক, বিজয়নগর, ব্রাহ্মণবা‌ড়িয়া।