চৌদ্দগ্রামে বজ্রপাতে মাটিকাটা শ্রমিক নিহত

চট্টগ্রাম, সারাদেশ, ১৯ মে ২০২৪, 40 বার পড়া হয়েছে,

মোঃ আবদুল জলিল রিপন, চৌদ্দগ্রাম প্রতিনিধি : 
কুমিল্লার চৌদ্দগ্রামে বজ্রপাতে আনোয়ারুল হক (২৮) নামের এক মাটিকাটা শ্রমিক নিহত হয়েছেন। সে লালমনিরহাটের আদিতমারি উপজেলার বারগরিয়া গ্রামের আজিজুর রহমানের ছেলে। রোববার দুপুরে উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের খিরনশাল- লনিশ্বর কৃষি মাঠে এ ঘটনা ঘটে। তথ্যটি নিশ্চিত করেছেন উপজেলার মুন্সীরহাট ইউপি সদস্য সাহাব উদ্দিন মজুমদার রানা। এসময় আহত হয়েছেন আরেক শ্রমিক একই এলাকার মজিবুর রহমান।
আহত মজিবুর রহমান জানান , লনিশ্বর গ্রামের মাওলানা দেলোয়ার হোসেন এর কৃষি জমিতে রোববার সকাল থেকে মাটি কাটার কাজ করতেছিলাম আমরা ১০/১২ জন শ্রমিক। দুপুরে হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে থেমে থেমে বজ্রপাতের ঘটনা ঘটে। হঠাৎ একটি বজ্রপাত আনোয়ারুল হকসহ আমাদের কয়েকজনের উপর পড়ে। এতে ঘটনাস্থলেই আনোয়ারুল হকের মৃত্যু হয়। আমাদের শোর চিৎকারে স্থানীয়রা উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।
চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক আবুল হাসেম জানান, বজ্রপাতের ঘটনায় দুইজনকে হাসপাতালে আনা হয়েছে। তারমধ্যে আনোয়ারুল হক নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে এবং মজিবুর রহমান নামের আরেক জন কে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।