“অ‌ভিযান এর কার্যক্রম প্রশংসনীয়, দোয়া ও ইফতার মাহ‌ফি‌লে বিজয়নগর উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার”

ধর্ম, বিজয়নগর, ব্রাহ্মণবাড়িয়া, ৩ এপ্রিল ২০২৪, 697 বার পড়া হয়েছে,

নিজস্ব প্রতিবেদক: 
গণপ্রজাতন্ত্রী বাংলা‌দেশ সরকার অনু‌মো‌দিত অ‌ভিযান এর কার্যক্রমের প্রশংসা ক‌রে‌ছেন বিজয়নগর উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার সৈয়দ মাহবুবুল হক। ৩ এ‌প্রিল ব্রাহ্মণবা‌ড়িয়ার বিজয়নগর উপ‌জেলা মিলনায়ত‌নে অ‌ভিযান কর্তূক অনু‌ষ্ঠিত দোয়া ও ইফতার মাহ‌ফি‌লে তি‌নি এ কথা ব‌লেন। উক্ত সংস্থার প্রতিষ্ঠাতা ও চেয়ারম‌্যান, দৈ‌নিক ভো‌রের কাগজ ও এ‌শিয়ান টে‌লি‌ভিশ‌নের বিজয়নগর প্রতি‌নি‌ধি সাংবা‌দিক সারুয়ার হাজারীর সভাপ‌তি‌ত্বে ও অ‌ভিযান প্রতি‌নি‌ধি, বাংলা‌দেশ মফস্বল সাংবা‌দিক ফোরাম বিজয়নগর শাখার দপ্তর সম্পাদক, ম‌জিবুর রহমা‌ন সুজ‌নের সঞ্চালনায় উক্ত দোয়া ইফতার মাহ‌ফিল প্রধান অ‌তি‌থি ছি‌লেন, বিজয়নগর উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার, সৈয়দ মাহবুবুল হক । প্রধান আকর্ষন ছি‌লেন, দৌলতবাড়ী দরবার শরী‌ফের সা‌হেব কেবলা পী‌রে ত‌রিকত, আল্লাম হযরত মাওলানা সৈয়দ মাঈনু‌দ্দিন আহমেদ জুম্মান । বি‌শেষ অ‌তি‌থি ছি‌লেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রেসক্লা‌বের সভাপ‌তি আবদুর রহমান খান ওমর । বি‌শেষ বক্তা ছি‌লেন, অ‌ভিযান এর বিনামূ‌লে আইন সহায়তা কর্মসূ‌চির প্রধান এড‌ভো‌কেট মোঃ সানা উল্লাহ । বক্তব‌্য রা‌খেন, প‌রিচালক প্রশাসন ও বাংলা‌দেশ মফস্বল সাংবা‌দিক ফোরা‌মের বিজয়নগর শাখার সাধারণ সম্পাদক মিজানুর রহমান খান, ব্রাহ্মণবা‌ড়িয়া জেলা ক‌মি‌টির সভাপ‌তি ও শাহজালাল সরকা‌রি ক‌লে‌জের রাষ্ট্রবিজ্ঞান বিভা‌গের বিভাগীয় প্রধান, শাহ মোঃ সামসুজ্জামান । সি‌নিয়র সহ সভাপ‌তি, মোঃ ম‌নির উ‌দ্দিন খান মাসুম, যুগ্ম সাধারণ সম্পাদক এবং যমুনা হস‌পিটাল ও ডায়াগনষ্টিক সেন্টা‌রের ব‌্যবস্থাপনা সম্পাদক, জুল‌ফিকার আলী, অ‌ভিযান সদস‌্য রো‌বেল মিয়া প্রমূখ। অনুষ্ঠা‌নের শুরু‌তে প‌বিত্র কোরআন থে‌কে তেলাওয়াত ক‌রেন, অ‌ভিযান বিজয়নগর উপ‌জেলা ক‌মি‌টির সভাপ‌তি মোঃ শাহজাহান সরকার। প্রত্যেক বক্তাই অ‌ভিযান এর কার্যক্রমের ভূয়ী প্রশংসা ক‌রেন ।
এ সময় উপ‌জেলা সমবায় অ‌ফিসার সুধীন্দ্র দেব, উপ‌জেলা শিক্ষা অ‌ফিসার স্বর্ণজিৎ দেবসহ বি‌ভিন্ন দপ্ত‌রের প্রধানগণ, অ‌ভিযান এর , বিজয়নগর উপ‌জেলা ক‌মি‌টির সাধারণ সম্পাদক, আলমগীর হোসাঈন , উপ‌জেলা ক‌মি‌টির সহ সভাপ‌তি মোঃ জিল্লুর রহমান, উপ‌জেলা ক‌মি‌টির সহ সভাপ‌তি, নুরুল হক নিয়াজ, ইছাপুরা‌ ইউ‌নিয়ন সম্বন্নয়কারী এনামুল হক মোজা‌হেদী । অন‌্যান‌্যদের ম‌ধ্যে উপ‌স্থিত ছি‌লেন, নানু মিয়া সর্দার, আজম খান, মোঃ পার‌ভেজ, মোঃ খোকন মিয়া, র‌ফিকুল ইসলাম, মহ‌সিন মিয়া, জালাল ‌মিয়া, আশরাফুল, নাঈম, আরমান, আ‌নোয়ার হো‌সেনসহ অ‌ভিযান এর সদস‌্যবৃন্দ, শিক্ষা কর্মসূ‌চির শিক্ষকবৃন্দ ও এলাকার গণ‌্যমান‌্য ব‌্যক্তিবর্গরা উপ‌স্থিত ছি‌লেন।
উক্ত মাহ‌ফি‌লে দোয়া প‌রিচালনা ক‌রেন, দৌলতবাড়ী দরবার শরী‌ফের হা‌ফি‌জিয়া মাদ্রসার শিক্ষক হযরত মাওলানা হা‌ফেজ জিল্লুর রহমান ।
প‌রে দোয়া ও তাবারক বিতর‌নের মধ‌্য দি‌য়ে ইফতার মাহ‌ফি‌লের সমা‌প্তি ঘ‌টে ।