বিজয়নগরের হাজীপুরে স্বামীর প্রতি স্ত্রীর অনৈতিক অবক্ষয়ের অভিযোগ

বিজয়নগর, ব্রাহ্মণবাড়িয়া, ২৯ ফেব্রুয়ারি ২০২৪, 237 বার পড়া হয়েছে,

রাইট টাইমস ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের হাজীপুরে স্বামীর অনৈতিক অবক্ষয়ের অভিযোগ উঠেছে। এ নিয়ে গত ২০২৩ খ্রিঃ ৪ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার বরবার একটি লিখিত অভিযোগ দাখিল করেন তার স্ত্রী মোছাঃ সুফিয়া বেগম। অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার হরষপুর ইউনিয়নের হাজীপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে মিজান মিয়ার (৪৪) স্ত্রী ৩ সন্তানের জননী মোছাঃ সুফিয়া বেগম অভিযোগ করে বলেন, তার স্বামী একজন মাদক সম্রাট ও  নারী লোভী। নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলাসহ তার বিকরুদ্ধে রয়েছে একাধিক মাদক মামলা। তার স্ত্রী সুফিয়া অভিযোগে আরো উল্লেখ করেন যে, তার স্বামীর অন্যায় অত্যাচার ও মারধর সহ্য করতে না পেরে তার নিজের ও ৩ সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে অতি কষ্টে ভাড়া বাসায় দিন যাপন করেন। পরে তিনি ব্রাহ্মণবাড়িয়া নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০২ সংশোধনী ২০০৩ খ্রিঃ এর ১১ (গ)/৩০ ধারায় মামলা দায়ের করেন। যা বর্তমানে চলমান রয়েছে। তাই সে ক্ষিপ্ত হয়ে সন্তান সহ আমাকে এবং উক্ত মামলার স্বাক্ষীদেরকে নানা ভাবে ভয় ভীতি ও প্রাণ নাশের হুমকি প্রদান করছে। তিনি আরো উল্লেখ করেন যে, তার স্বামী ভারত থেকে ইয়াবা, ফেনসিডিল, গাজাসহ বিভিন্ন লোকের মাধ্যমে এ গুলো দেশের বিভিন্ন জায়গায় পাচার করেন এবং নারীসহ বিভিন্ন অসামাজিক ব্যবসা করেন। এ নিয়ে ১৩ অক্টোবর ২০২১ খ্রিঃ হবিগঞ্জের মাধবপুর থানায় র‌্যাব-০৯ সিলেট, সিপিসি-২-এ ইয়াবা টেবলেটসহ ধরা পড়েন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়। তাছাড়াও ব্রাহ্মণবাড়িয়া কোর্টে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৪৮/২২, তারিখ ০৫/০৬/২০২২ খ্রিঃ ধারা ৩৬ (১) ৩৮ ও ৪১। বিজয়নগর থানা ধারা ২২ মামলা নং ডি আর ৩৩৫৮,০৬/০৬/২০২২ নিয়ন্ত্রণ নং ২৪০ তারিখ ০৬/০৬/২০২২ খ্রিঃ ।
অভিযোগটি বর্তমানে বিজয়নগর থানায় তদন্তনাধিন অবস্থায় রয়েছে।
এ বিষয়ে বিজয়নগর থানার অফিসার ইনচার্জ আসাদুল ইসলাম জানান, বিষয়টি আমরা খতিয়ে দেখছি।