মাধবপুরে বই বিতরন উৎসব, ৪৫ হাজার শিক্ষার্থী পাবে ২ লাখ ৭৩ হাজার বই

সারাদেশ, সিলেট, ২ জানুয়ারি ২০২৪, 57 বার পড়া হয়েছে,

আবুল হোসেন সবুজ মাধবপুর হবিগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জের মাধবপুরে চলছে প্রাথমিক বিদ্যালয়ের ২ লক্ষ ৭৩ হাজার বই বিতরন উৎসব। আজ সোমবার সকালে উপজেলার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ উৎসবের উদ্বোধন করেন নির্বাহী কর্মকর্তা এ.কে.এম ফয়সাল। বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আকবর হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জাকিরুল হাসান, সহকারী শিক্ষা অফিসার মোহাম্মদ কবির হোসেন, প্রাক্তন শিক্ষক প্রমোদ মালাকার, প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ অলিদ মিয়া, পৌর কাউন্সিলর আব্দুল হাকিম, ম্যানেজিং কমিটির সহ-সভাপতি কাজল কুমার রায় প্রমূখ।
অনুষ্ঠানের মধ্যে দিয়ে উপজেলার ১৪৯টি সরকারী প্রাথমিক বিদ্যালয়সহ বেসরকারি, কিন্ডারগার্টেন ও এনজিও পরিচালিত ৩শ ৩০টি বিদ্যালয়ের ৪৫ হাজার শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হবে