সাদুল্লাপুরে বিষধর সাপের কামড়ে বৃদ্ধার মৃত্যু

ঢাকা, সারাদেশ, ২ অক্টোবর ২০২৩, 112 বার পড়া হয়েছে,

শেখ নাসির আহমেদ,গাইবান্ধা থেকে:
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় বিষধর সাপের কামড়ে মহিরন বেগম (৬৫) নামের   একবৃদ্ধার  মৃত্যু হয়েছে।

রবিবার গভীররাতে উপজেলার দামোদরপুর ইউনিয়নের পশ্চিম দামোদরপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।
মৃত বুদ্ধা ওই গ্রামের মৃত জালাল উদ্দিনের স্ত্রী।

মৃতার স্বজনরা জানান, ঘটনার রাতে প্রতিদিনের ন্যায় মরিয়ম বেগম রাতের খাওয়া সেরে নিজের শয়ন ঘরে ঘুমিয়ে পড়েন। এরমধ্যে বিষধর সাপ ঘরের ভিতরে  ঢুকে মরিয়ম বেগমকে কামড় দেয়। এসময় তিনি ঘুম থেকে চিৎকার দিয়ে উঠে দেখেন ঘরের মেঝের মধ্যে সাপটি একটি ইদুর ধরার চেষ্টা করছেন।

এ অবস্থায় তিনি নিজেই সাপটিকে দা দিয়ে কুপিয়ে মেরে ফেলেন। সাপটিকে মেরে ফেলার সাথে সাথে মরিয়ম বেগম অসুস্থবোধ করতে থাকেন। পরে স্থানীয় ওঝা দিয়ে ঝাঁড়ফুক করে তাকে  সুস্থ করার চেষ্টা করা হয়। কিন্তু এতে তিনি সুস্থ না হওয়ায় ক্রমান্বয়ে তার অবস্থার অবনতি ঘটতে থাকে। এরপর তাকে মুমূর্ষ অবস্থায় দ্রুত গাইবান্ধা জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে কিছুক্ষন পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন।

ঘটনার বিষয়ে জানতে চাইলে দামোদরপুর ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল লতিফ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।