বিজয়নগরে ক্রোকি পরোয়ানা মূলে গ্রেফতারি পরোয়ানা ভুক্ত আসামির বাড়ির অস্থাবর সম্পত্তি জব্দ

চট্টগ্রাম, বিজয়নগর, ব্রাহ্মণবাড়িয়া, সারাদেশ, ৬ জুলাই ২০২৩, 122 বার পড়া হয়েছে,

নিজস্ব প্রতিবেদক:
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ক্রোকি পরোয়ানা মূলে গ্রেফতারি পরোয়ানা ভুক্ত আসামির অস্থাবর সম্পত্তি জব্দ করেছেন বিজয়নগর থানা পুলিশ। থানা সূত্রে জানা যায়, ৬ জুলাই বিজয়নগর থানার অফিসার ইনচার্জ মোঃ রাজু আহম্মেদ সঙ্গীয় ফোর্স এসআই/ শরিফুল ইসলাম, এসআই/সাইদুল হক, এসআই/জয়নাল আবেদীন, এএসআই/ আবদুল্লাহ আল মামুন, এএসআই/ আমির হোসেনকে নিয়ে উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের কাশিনগর গ্রামে অভিযান পরিচালনা করেন। উক্ত গ্রামের জজ মিয়ার ছেলে মোঃ জহিরুল ইসলাম প্রকাশ জহিরের ঘর থেকে ক্রোকি পরোয়ানা মূলে গ্রেফতারি পরোয়ানা ভুক্ত আসামী হিসেবে তার অস্থাবর সম্পত্তি সাক্ষীদের উপস্থিতিতে জব্দ তালিকা মূলে পুলিশ হেফাজতে গ্রহণ করেন। অস্থাবর সম্পত্তির মধ্যে ছিল ১ টি ড্রেসিং টেবিল এবং ১ টি খাট।
এ ব্যাপারে বিজয়নগর থানার অফিসার ইনচার্জ মোঃ রাজু আহম্মেদ ঘটনার সত্যতা স্বীকার করে রাইট টাইমস ২৪ ডট কমকে জানান, মাদকমুক্ত বিজয়নগর গড়ার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি এবং উক্ত মালগুলো জব্দ তালিকা মূলে পুলিশের হেফাজতে রয়েছে।