সরাইলে তিতাস নদীতে যুবকের মৃত্যু
২৮ ফেব্রুয়ারি ২০২৩,
32662 বার পড়া হয়েছে,
বিজয়নগর ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের বিভিন্ন স্থানে চলছে পাখি নিধন। উপজেলার চরইসলামপুরের দত্তখলার বিলে নানা প্রজাতির পাখি দেখা দিলে স্থানীয়রা বিভিন্ন কৌশলে এদেরকে নিধন করে থাকে। এমনকি মাছ ধরার জাল এখন পাখি শিকারের কাজে ব্যবহৃত হচ্ছে। বিভিন্ন জায়গায় মাছ বাঁচাতে গিয়ে জাল তাদের পুকুরের উপরে খারা ভাবে জাল পেতে রাখার ফলে পাখি উড়ন্ত অবস্থায় আটকে যায়। এই দৃশ্যগুলো উক্ত এলাকার বাইরেও উপজেলার সিঙ্গারবিল, চর মনিপুরসহ বিভিন্ন এলাকায় দেখা যায়।
এ বিষয়ে বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ ইরফান উদ্দিন আহমেদ জানান, পাখি মারাই নিষিদ্ধ এটা হোক জাল দিয়ে, হোক বন্দুক দিয়ে,, আমাদের চোখের নজরে যদি এমন কিছু পরে, অবশ্যই আমরা আইনগত ব্যবস্থা নেব।