বহু প্রতিভার অধিকারী সরাইলের ইউনো মোশারফ হোসেন

চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া, সরাইল, সারাদেশ, ২১ জুলাই ২০২৫, 9878 বার পড়া হয়েছে,

মোঃ জয়নাল আবেদীন :

মো. মোশারফ হোসাইন,সরাইল উপজেলা নির্বাহী অফিসার,এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, দায়িত্বে আছেন সহকারী কমিশনার (ভূমি),সরাইল উপজেলা প্রশাসক, ব্রাহ্মণবাড়িয়া। বহু গুণে গুণাম্বিত একাডেমিক ডিগ্রি নিয়ে সিভিল সার্ভিস তথা প্রশাসন ক্যাডারে যোগদান করেছেন কি না ? তা আমাদের জানা নেই। ৩৬তম ব্যাচের বিসিএস ক্যাডার কর্মকর্তা একজন বিদ্যানুরাগী ও বহু গুণে গুণাম্বিত মেধাবী কর্মকর্তা। চাকরিতে যোগদান করেছেন চারটি মাস্টার্স ডিগ্রি ও দুইটি ডিপ্লোমা ডিগ্রি অর্জন করে ।

লেখাপড়া করেছেন দেশের সর্বোচ্চ দুই বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)থেকে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জীব বিজ্ঞান অনুষদের মৃত্তিকা,পানি, ও পরিবেশ বিজ্ঞান বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স করেন। তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের পপুলেশন সায়েন্স বিভাগ থেকে মাস্টার্স করেন। ঢাকা বিশ্ববিদ্যালযয়ের মার্কেটিং বিভাগ থেকে এমবিএ করেন। তারপর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে পানি সম্পদ উন্নয়ন ও বন্যা নিয়ন্ত্রণ ইনস্টিটিউট থেকে পানি সম্পদ উন্নয়নে মাস্টার্স করেন। তিনি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সাইন্স এন্ড এপ্লিকেশন ও আইসিটি বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি অর্জন করেন।

এ ছাড়াও শর্টকোর্স করেছেন Financial Management এবং Project Management বিষয়ে। তাহার কাছে পড়াশোনা ও শিক্ষাগত যোগ্যতা বিষয়ে জানতে চাইলে তিনি বলেন-“আমি কিছুই পারিনা তবে জানার আগ্রহ আছে। সময় চলে যাচ্ছে, তো যাচ্ছেই; তার কোনো কূল কিনারা খুজে পাচ্ছি না। যতই দিন যাচ্ছে মনে হচ্ছে কিছুই জানা হয়নি, কিছুই শেখা হয়নি। যে সব বিষয়ে একাডেমিক পড়াশোনা করেছি, তারও অনেক কিছু স্পর্শই করা হয়নি কর্মক্ষেত্রে, জানা তো দূরের থাক। এবার চিন্তা করুন একটা মানুষ চার টা মাস্টার্স ডিগ্রি, দুইটা ডিপ্লোমা ডিগ্রি অর্জন করেও অনেক বিষয়ে শর্টকোর্স করে তিনি বলছেন কিছুই জানেন না! তবে জানার আগ্রহ আছে। আইটিতে দক্ষ এই মানুষটির কাছে দশ হাজারেরও বেশি বইয়ের সফট কপি রয়েছে।

তাহার একটা বড় শখ হলো প্রতিদিন বিভিন্ন ওয়েবসাইট থেকে নতুন নতুন বই সংগ্রহ করা। সরাইল উপজেলা নির্বাহী অফিসার মোশাররফ হোসাইন এর কাছে প্রিয় বিষয় সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, প্রায়ই মনে করি প্রতিটি মৌলিক বিষয় সম্পর্কে ধারণা রাখব। জানি না কতদূর পেরেছি। পদার্থ, রসায়ন,গণিত বরাবরই আমার প্রিয় বিষয়। সময় পেলে এখনো পড়ি। Soil, Water and Environment এ স্নাতক ও স্নাতকোত্তর করার কারণে উক্ত বিষয়ের তিনটি পাঠের প্রতিই রয়েছে আমার বিশেষ অনুরাগ।

এর মধ্যে Water এর উপরে BUET থেকে বাড়তি পড়াশোনার কারণে এর প্রতি জন্মেছে অগাধ ভালোবাসা। পরিবেশ নিয়ে আর কী বলার, সামনে সুযোগ পেলে সকল পড়াশোনাই করব পরিবেশ নিয়ে। বিজ্ঞানের ছাত্র মোশারফ হোসাইন এর কাছে বিজ্ঞানের বাইরে অন্য বিষয় সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন,বিজ্ঞানের বিষয় গুলোর বাইরেও আমি স্নাতকোত্তর পর্যায়ে পড়াশোনা করে বেশ কয়েকটি ডিগ্রী লাভ করেছি। Population Science বিষয়টি পড়তে গিয়ে আমি সমাজ বিজ্ঞানের সবগুলো শাখা সম্পর্কে কিছুটা হালকা ধারণা লাভ করতে সমর্থ হয়েছি। ব্যবসা-বাণিজ্য আমি কম বুঝি এবং ধারণাও ভাসাভাসা, কিন্তু মার্কেটিং এ MBA করার সুবাধে অনেক নতুন কিছু জানতে পেরেছি। বিশেষ করে Economics, Finance Accounting এর মৌলিক কিছু জানতে পেরেছি, যা আমাকে হয়তো চলার পথে অনেক সহায়তা করবে। একাডেমিক এসব বিষয়ের বাহিরে ধর্মতত্ত্ব, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক পড়াশোনা আমি কিছুটা নিজে নিজে করেছি। সাহিত্যের ছাত্র না হলেও বিশ্বসাহিত্য জানার প্রতি আমার রয়েছে তীব্র আবেগ। বাংলা সাহিত্যের বিষয়গুলোর উপর ধারণা নগণ্য। তবে প্রতিটা শাখা সম্পর্কে হালকা ধারণা লাভ করেছি BCS এর কল্যাণে।    জীবনে সুযোগ পেলে আরও জানার চেষ্টা করব। ধর্ম ও সংস্কৃতি বিষয়ে তাহার কাছে জানতে চাইলে তিনি বলেন,ধর্মতত্ত্বে আমি পুরো নবীন,কিছুই জানি না। নিজের ধর্ম সম্পর্কে এখনো গভীর জ্ঞান লাভ করতে পারে নি। দুনিয়ার এত কিছু মাথায় রাখতে পারলেও পবিত্র কোরআনের কম জিনিসই আমার মুখস্ত আছে। তবে চেষ্টায় আছি নিজ ধর্ম সম্পর্কে বিশারদ জানার।   উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে বহু রকম আইন ও বিধিমালা নিষয়ে কাজ করতে হয়। এ ছাড়াও উপজেলা প্রশাসক হিসেবেও দুই শতাধিক আইন নিয়ে কাজ করতে হয়। প্রশাসন ক্যাডারের অফিসার হিসেবে আরও বিভিন্ন আইন কানুন নিয়ে সমন্বয়ে কাজ করতে হয়। সব মিলিয়ে প্রতিদিনের বেশিরভাগ সময় কাটে আইনের প্রায়োগিক দিক নিয়ে। এক সময় আইন ভালো না লাগলেও ছয় মাসের আইন ও প্রশাসন ট্রেনিং দ্বিতীয় হয়েছি এবং ম্যাজিস্ট্রেসি ট্রেনিং এ প্রথম হয়েছি।সরাইল উপজেলা নির্বাহী অফিসার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা প্রশাসক সরাইল সম্পর্কে অনেক তথ্য উপাত্ত জানলাম। তাহার সম্পর্কে কিছু মন্তব্য করার আগে আমি আপনাদের কে অনুরোধ করব তাহার ব্যক্তিগত ফেইসবুক প্রোফাইল www.facebook.com/hmosarof এ ভিজিট করার জন্য। তাহার প্রোফাইলে সহজ সরল ভাষায় শত শত নিবন্ধ দেখতে পাবেন। সব মিলিয়ে তিনি বহু প্রতিভার অধিকারী, মানুষত্ব ও পরিশ্রমী এবং জনবান্ধব–UNO মোশারফ হোসাইন ।