মানিকগঞ্জে মিলল কাশিমপুর কারাগারের অফিস সহকারীর মরদেহ

ঢাকা, সারাদেশ, ১৯ জুন ২০২৪, 48 বার পড়া হয়েছে,

সুরেশ চন্দ্র রায়,মানিকগঞ্জ প্রতিনিধি। 

মানিকগঞ্জের সদর উপজেলার জাগীর এলাকার ধলেশ্বরী নদীর সেতুর নিচ থেকে একটি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার(১৭ জুন) সকালে থানা সূত্রে জানা যায়, নিহত শহীদুল ইসলাম খান(৫৫) গাজীপুর জেলার কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারে অফিস সহকারী পদে কর্মরত ছিলেন। পুলিশের ধারণা, দুর্বৃত্তরা ওই ব্যক্তিকে হত্যার পর ১৬ জুন রাতে সেতুর ওপর থেকে নিচে ফেলে দিয়েছে। নিহত শহীদুল ইসলাম খান সিরাজগঞ্জ সদর উপজেলার ভাজন দাস গ্রামের আবুল হোসেন খানের ছেলে। তিনি পরিবার নিয়ে মানিকগঞ্জ শহরের গঙ্গাধরপট্টি এলাকায় বসবাস করতেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিল হোসেন বলেন, ইদ উপলক্ষে ১৬ জুন রাতে শহিদুল ইসলাম তাঁর কর্মস্থল থেকে মানিকগঞ্জ শহরের বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। শেষবারের মতো তিনি রাত ১১টার দিকে তাঁর বড় মেয়ের সাথে মুঠোফোনে কথা বলেছিলেন। তখন তিনি মেয়েকে জানিয়েছিলেন, একটি বাসে করে তিনি বাসায় ফিরছেন। এরপর থেকে তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি। ইদের দিন সকালে শহীদুল ইসলামের স্বজনেরা থানায় এসে তাঁর নিখোঁজ হওয়ার বিষয়টি জানান। জাতীয় জরুরি সেবা নম্বর (৯৯৯) থেকে পুলিশ জানতে পারে, জাগীর সেতুর নিচে এক ব্যক্তির মরদেহ পড়ে আছে।
পরে নিহতের স্বজনরা সনাক্ত করেন এটিই শহিদুল ইসলামের মরদেহ।

ওসি হাবিল হোসেন আরও বলেন, ওই ব্যক্তিকে হত্যা করে মরদেহ সেতুর ওপর থেকে নিচে ফেলে দিতে পারে দুর্বৃত্তরা। অথবা সেতুর ওপর থেকে ফেলে দিয়ে তাঁকে হত্যা করা হয়ে থাকতে পারে। হত্যাকাণ্ডের বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় নিহত ব্যক্তির স্বজনদের পক্ষ থেকে থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

সুরেশ চন্দ্র রায়