মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৩ টি গাঁজার গাছ সহ ১ জন গ্রেফতার 

ঢাকা, সারাদেশ, ৯ জুন ২০২৪, 61 বার পড়া হয়েছে,

মোঃ নুরুল ইসলাম, সদরপুর থেকে: ফরিদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৮ জুন শনিবার বিকেলে জেলার সদরপুর উপজেলার ২২ রশি গ্রামের মৃত শংকর দাসের পুত্র কেশব

দাস (২৮) এর নিজ বাড়ি থেকে প্রায় ৬ ফুট লম্বা ৩ টি গাঁজার গাছ উদ্ধার সহ কেসব দাস কে গ্রেফতার করে।

গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ৯ জনের একটি টিম ৩ টি গাঁজার গাছ উদ্ধার সহ স্থানীয় মাদক ব্যবসায়ী কেসব দাস কে গ্রেফতার করেন। এবং জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর উপ পরিদর্শক দেলোয়ার হোসেন বাদি হয়ে কেসবের বিরুদ্ধে সদরপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।এই ব্যাপারে ফরিদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর উপপরিচালক শামীম হোসেন গনমাধ্যম কে জানান, মামলাটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ফরিদপুর জেলা শাখার কর্মকর্তা তদন্ত করবেন। তিনি আরো জানান, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এই অভিযানের ধারা আগামীতে আরো জোরদার করা হবে।