খাগড়াছড়ি.প্রতিনিধি॥
বেসরকারি বিশ^বিদ্যালয় শাখা ছাত্রদলের সক্রিয় কর্মী, জুলাই আগস্ট আন্দোলনে অকুতোভয় সংগ্রামী প্রাইম এশিয়া বিশ^বিদ্যালয়ের ২২৩ ব্যাচের টেক্সটাইল বিভাগের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজকে ছুরিকাঘাতে নির্মমভাবে হত্যার প্রতিবাদ এবং পারভেজের হত্যাকারী সমন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন করেছে জেলা ছাত্রদল।
সোমবার ২১ এপ্রিল সকাল ১১ টায় খাগড়াছড়ি গেইট সংলগ্ন সরকারি কলেজ গেইটের সামনে সরকারি কলেজ শাখার আহবায়ক আশিকুর রহমান আলামিনের সভাপতিত্বে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হত্যা ও নৈরাজ্য সৃষ্টি করে নতুন স্বৈরাচারের পরিচয় দিচ্ছে মন্তব্য করে প্রধান অতিথির বক্তব্যে খাগড়াছড়ি জেলা ছাত্রদলের সভাপতি শাহেদুল হোসেন সুমন বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নতুন করে নেতৃত্বের স্বপ্নে বিভোর। তারা এখন স্বৈরাচারের পেতাত্মার রূপে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে দেশে মব সৃষ্টি করছে। নির্বাচন না দিয়ে ক্ষমতা আখড়ে ধরে রাখার কোন ধরনের দুঃস্বপ্ন দেশের মাটিতে বাস্তবায়ন হতে দেয়া হবেনা বলেও হুশিয়ারি দেন তিনি।
মানববন্ধনে খাগড়াছড়ি জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক জাহিদুল আলম জাহিদ বক্তব্য রাখেন। এসময় জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি বাপ্পী মজুমদার, সহ-সভাপতি উজ্জ্বল কান্তি দে, বাচ্চু আহম্মেদ, যুগ্ম সম্পাদক আনিসুল আলম অনিক, সাংগঠনিক সম্পাদক একরাম হোসেন রানা প্রমূখ উপস্থিত ছিলেন।
ছাত্রনেতারা, জুলাই আন্দোলনের অকুতভয় যোদ্ধা ও প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ২২৩ ব্যাচের টেক্সটাইল বিভাগের শিক্ষার্থী ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম পারভেজ হত্যায় জড়িত খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এ মানববন্ধন থেকে।
সম্পাদক ও প্রকাশক ঃ সাংবাদিক সারুয়ার হাজারী। বিএ (অনার্স), এমএ ইংরেজি।
গণমাধ্যম ও সাংবাদিকতা বিষয়ে মাস্টার্স (অধ্যয়নরত) পিআইবি।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ঃ অভিযান সেন্টার, বিজয়নগর উপজেলা মোড়, ব্রাহ্মণবাড়িয়া।
রাইট টাইমস 24