হবিগঞ্জের চুনারুঘাট থেকে তেলিয়াপাড়া পর্যন্ত পুরাতন ঢাকা-সিলেট মহাসড়কটি অনিরাপদ হয়ে উঠেছে। বিশেষ করে সন্ধ্যার পর যানবাহন ও মানুষের চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। আতঙ্কে মানুষ সন্ধ্যার পর থেকেই এ রোডে চলাচল বন্ধ করে দেন। কারণ—আগের তুলনায় বেড়েছে চুরি, ডাকাতি, ছিনতাই। এমনকী খুন-খারাবিরও ভয় পেয়ে বসেছে চলাচলকারীদের মনে।
এ সড়কের কয়েক কিলোমিটার পর্যন্ত মোবাইল ফোনের নেটওয়ার্ক না থাকায় ঝুঁকি আরও বেড়ে গেছে। এ অবস্থায় রাতে ওই সড়কে সতর্কতার সঙ্গে চলাচলের আহ্বান জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
বিষয়টি নিশ্চিত করে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুর আলম জানান, এ সড়কটি এমনিতেই নিরিবিলি। বিকেল থেকেই মূলত যানবাহন ও মানুষের চলাচল সীমিত হয়ে পড়ে। রাতে গাড়ি চলাচল একেবারেই কম থাকে। তাছাড়া সড়কটি পাহাড়ি এবং মোবাইলের নেটওয়ার্কও থাকে না।
তিনি আরও বলেন, গাড়ি বন্ধের বিষয়ে আমরা কাউকে বলিনি। কিন্তু জনগণ যাতে নিরাপদে যেতে পারে, সেজন্য রাতে যে দু-একটি গাড়ি যায় সেগুলো একত্রিত করে ঝুঁকিপূর্ণ স্থান পার করে দেওয়া হয়। তাদের পরবর্তী পুলিশ স্টেশনের কাছে পৌঁছে দেওয়া হয়।
সরেজমিন জানা যায়, একসময়ের জাকজমকপূর্ণ রাস্তা ছিল জেলার চুনারুঘাট-তেলিয়াপাড়া সড়কটি। এটি ছিল ঢাকা-সিলেট মহাসড়ক। প্রায় ২০ বছর আগে ঢাকা-সিলেট মহাসড়ক নির্মাণের পর থেকেই এ সড়কটি নীরব হয়ে পড়ে। গাড়ির যাতায়াতও অনেকটা কমে যায়। বর্তমানে সড়কটি শুধু সাতছড়ি জাতীয় উদ্যান এবং চা বাগানগুলোতে যাতায়াতের জন্য ব্যবহৃত হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক ঃ সাংবাদিক সারুয়ার হাজারী। বিএ (অনার্স), এমএ ইংরেজি।
গণমাধ্যম ও সাংবাদিকতা বিষয়ে মাস্টার্স (অধ্যয়নরত) পিআইবি।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ঃ অভিযান সেন্টার, বিজয়নগর উপজেলা মোড়, ব্রাহ্মণবাড়িয়া।
রাইট টাইমস 24