
কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি:
গোপালগঞ্জের কাশিয়ানীতে দেশীয় প্রজাতির মাছ ও শামুক সুরক্ষায় জেলেদের বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে ৩৫ জেলে পরিবারের মাঝে বকনা বাছুর বিতরণ করা হয়েছে।
২২ এপ্রিল দুপুর ২ টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলার বিভিন্ন এলাকা থেকে নির্বাচিত তালিকা ভুক্ত মৎস্যজীবী ৩৫ জেলে পরিবারের মাঝে ৩৫ টি বকনা বাছুর বিতরণ করা হয়।
এ প্রকল্প বাস্তবায়নে রয়েছে উপজেলা মৎস্য দপ্তর।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা জান্নাত প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলেদের মাঝে এসব বকনা বাছুর বিতরণ করেন।
এ বিতরণ অনুষ্ঠানে সুবিধাভোগী জেলেদের দিকনির্দেশনামূলোক বক্তব্য রাখেন জেলা মৎস্য কর্মকর্তা বিজন কুমার নন্দী, কৃষি কর্মকর্তা কাজী এজাজুল করিম, মৎস্য কর্মকর্তা মোঃ আনিছুর রহমান প্রধান, অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার হাফিজুর রহমান ও উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা জোফারসান সাজিদ।
শহীদুল আলম মুন্না