সিরাজদিখানে শশুর বাড়ি বেড়াতে এসে লাশ হয়ে ফিরলেন জামাই সেন্টু ঘোষ

ঢাকা, সারাদেশ, ৯ মার্চ ২০২৫, 18 বার পড়া হয়েছে,

দেবব্রত দাস দেবু, সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি : 
মুন্সীগঞ্জের সিরাজদিখানে শশুর বাড়ি বেড়াতে এসে মোটরসাইকেল দুর্ঘটনায় লাশ হয়ে ফিরলেন জামাই সেন্টু ঘোষ (৪০)। এতে আহত হয়েছে বন্ধু প্রসেনজিৎ ঘোষ(৩২) । আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার সিরাজদিখান – ইছাপুরা সড়কের লালবাড়ি নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সেন্টু ঘোষ ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার কইলাইল ইউনিয়নের কইলাইল গ্রামে সুভাষ ঘোষের ছেলে এবং সিরাজদিখান উপজেলার রশুনিয়া ইউনিয়নের সন্তোষপাড়া গ্রামের রঞ্জিত ঘোষের মেয়ের জামাই। অপাহত প্রসেনজিতের বাড়ি ঢাকা জেলার কেরানীগঞ্জ থানার রুহিতপুর গ্রামে ।
পুলিশ ও স্থানীয়রা জানায়,সেন্টু ঘোষ ও তার বন্ধু প্রসেনজিৎ ঘোষ (৩২) শনিবার দুপুরে সিরাজদিখান থেকে মোটরসাইকেল যোগে ইছাপুরা যাওয়ার পথে লালবাড়ি নামক এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা ব্যাটারি চালিত অটো রিক্সার সাথে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন সেন্টু ঘোষ ও প্রসেনজিৎ ঘোষ। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সেন্টু ঘোষকে মৃত ঘোষণা করে এবং তার বন্ধু প্রসেনজিৎ ঘোষকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা রেফার্ড করে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর জরুরি বিভাগের চিকিৎসক ডা.সুলতানা নাসরিন বলেন,
দুপুরে দুইজন মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত রোগী এসেছিল। এর মধ্যে একজন হাসপাতালে আনার আগেই মৃত্যু মৃত্যুবরণ করে। আরেকজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকা রেফার্ড করে।
সিরাজদিখান থানার অফিসার্স ইনচার্জ (ওসি )শাহেদ আল মামুন বলেন,নিহত পরিবারের কোনো অভিযোগ নেই, নিহতের পরিবার হাসপাতাল থেকে লাশ তাদের বাড়িতে নিয়ে গেছে।