সোনাগাজী (ফেনী) প্রতিনিধি :
ফেনীর সোনাগাজীতে দাবিকৃত চাঁদা না দেয়ায় জেসমিন আক্তার (৩৫) নামে এক প্রবাসির স্ত্রীকে পিটিয়ে হত্যার চেষ্টা করেছে একটি সংঘবদ্ধ কিশোরগ্যাং। এ ঘটনায় ৮ জানুয়ারি দুপুরে প্রধান আসামিকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।
জানাগেছে, মোবাইলে আপত্তিকর ভিডিও বানিয়ে ফেসবুকে ছড়ানের কথা বলে চর দরবেশ ইউনিয়নের সৌদি প্রবাসি মহি উদ্দিনের স্ত্রী জেসমিন আক্তারের কাছে চাঁদা দাবি করেন আবুল হোসেন ও ইমাম হোসেন রকি নামে দুই বখাটে। এ ঘটনায় স্থানীয় সমাজপতিরা গত ৬ জানুয়ারি সন্ধ্যায় তাদের বাড়িতে সালিশি বৈঠকের আয়োজন করেন। এসময় সমাজপতিদের সামনে গৃহবধূ জেসমিন ও তার ছোট বোন বিবি কুলছুম লাকি, ভাতিজা মুুহাম্মদ রুবেল এবং মুুহাম্মদ সুমনকে পিটিয়েছে সন্ত্রাসীরা।
এ ঘটনায় পরদিন (মঙ্গলবার) আবুল হোসেন (২৫), ইমাম হোসেন রকি(২২), আবদুস শুক্কুর(৩৫), হামীম(১৯), মোহসিন(২০),আবদুল মতিন(২৭), আরাফাত(২৩), রুবেল(২৩), মারুপ(২৩), ফাহাদ(২৩), নাইম (২৫) ও রাহাদ(২২) এর বিরুদ্ধে থানায় মামলা দেন আহত গৃহবধূ। আসামিরা সকলে চর সাহাভিকারি এলাকার বাসিন্দা ও সংঘবদ্ধ একটি কিশোরগ্যাংয়ের সদস্য।
এ ব্যপারে সোনাগাজী থানার ওসি বায়েজিদ আকন বলেন, আহত প্রবাসির স্ত্রীর মামলায় প্রধান আসামি আবুল হোসেনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। ঘটনার পর থেকে জড়িত অন্য আসামিরা পলাতক রয়েছে। তাদের গ্রেফতারে অভিযান চলছে।
সম্পাদক ও প্রকাশক ঃ সাংবাদিক সারুয়ার হাজারী। বিএ (অনার্স), এমএ ইংরেজি।
গণমাধ্যম ও সাংবাদিকতা বিষয়ে মাস্টার্স (অধ্যয়নরত) পিআইবি।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ঃ অভিযান সেন্টার, বিজয়নগর উপজেলা মোড়, ব্রাহ্মণবাড়িয়া।
রাইট টাইমস 24