যীশু খীষ্ট্রের জন্মদিনও বড়দিন উপলক্ষে ৩ বিজিবি-র উপহার সামগ্রী বিতরণ ।

চট্টগ্রাম, ধর্ম, সারাদেশ, ২৭ ডিসেম্বর ২০২৪, 17 বার পড়া হয়েছে,

প্রতিনিধি,পানছড়ি,খাগড়াছড়ি:
জেলার পানছড়িতে যীশু খীষ্ট্রের জন্মদিনও বড়দিন আনন্দ উৎসবে পালনের লক্ষে ৩ বিজিবি লোগাং জোন এর আওতায় গির্জা,ক্যাথলিক ও ব্যাপ্টিস্ট চার্চগুলোতে উপহার সামগ্রী বিতরণ করেন।

মঙ্গলবার সন্ধ্যা থেকে শুরু হয়েছে বড়দিন উপলক্ষে বিশেষ প্রার্থনা, সাংস্কৃতিক পরিবেশনা ও কেক কাটা অনুষ্ঠান।

২৫ ডিসেম্বর ২০২৪ বুধবার সারাদিন চার্চে চার্চে শিশুদের উপহার সামগ্রী বিতরণ,মধ্যহ্নভোজ,শীতবস্ত্র বিতরণ সহ নানান আনুষ্ঠানিকতার মধ্যদিয়ে পালিত হয়। চার্চ ভিত্তিক অনুষ্ঠান ছাড়াও ঘরে ঘরে অতিথি অ্যাপায়ন, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানান খেলাধুলা অনুষ্ঠিত হচ্ছে।

এ উপলক্ষে লোগাং জোন অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মফিজুর রহমান ভূঁইয়া, পিএসসি পানছড়ি উপজেলার তারাবন ছড়া এলাকায় লম্বু পাড়া গির্জা পরিদর্শন করেন। পরিদর্শনকালীন তিনি গির্জায় অবস্থানরত ফাদার এবং খ্রিস্টান ধর্মাবলম্বীদেকে বড়দিনের শুভেচ্ছা জানান ও কুশলাদি বিনিময় করে, উপহার সামগ্রী প্রদান ও শীত বস্ত্র বিতরণ করেন।

পরিমিতা চাকমা, সুভাশিষ চাকমা সহ বেশ কয়েকজন জানান, আজকে আমাদের প্রভর যিশুর জন্মদিন। এটি আমাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। সবাইকে বড়দিনের শুভেচ্ছা জানাচ্ছি।একই সাথে ৩ বিজিবি-র পক্ষ থেকে বড় দিনের উপহার দেওয়ায় আমরা আরো আনন্দিত।

লাম্বু পাড়া ব্যাপ্টিষ্ট চার্চের সভাপতি আলো রঞ্জন চাকমা জানান, বড়দিন ঘিরে কয়েকদিন ধরে চার্চ কেন্দ্রীক বিভিন্ন খেলাধুলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় সমবেত প্রার্থনার মধ্য দিয়ে শুরু হয় বড় দিনের মূল আনুষ্ঠানিকতা।এ দিবসটি খ্রিস্টান ধর্মাবলম্বীদের জন্য সবচেয়ে বড় ধর্মীয় উৎসব।এ উপলক্ষ্যে আমরা সকলের মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা করে থাকি। এদিন প্রতিটি গির্জায় ও চার্চগুলোতে সকল বয়সী নারী-পুরুষ সমবেত হয় এবং পরিবার,সমাজ, দেশ ও জাগতিক সুখ-শান্তি-মঙ্গল কামনায় প্রার্থনা করা হচ্ছে।

 

এ সময় জোন অধিনায়ক বড় দিনের উৎসব শান্তি পূর্ণভাবে উদযাপন করার জন্য আহবান জানিয়ে বলেন, খ্রিস্টান ধর্মাবলম্বীরা যাতে করে নির্বিঘ্নে, নির্ভয়ে, এই উৎসবে অত্যন্ত আনন্দঘন ও উৎসব মুখর ভাবে উদযাপন করতে পারেন। সেজন্য নিরাপত্তার কোথাও কোন ধরনের ঘাটতি না থাকে,আমরা সার্বক্ষণিক মনিটরিং করছি