সরাইলে ইসলামী আন্দোলন বাংলাদেশের ইউনিয়ন শাখার সম্মেলন

ব্রাহ্মণবাড়িয়া, সরাইল, ২২ নভেম্বর ২০২৪, 21 বার পড়া হয়েছে,

সরাইল থেকে রুবেল মিয়া

“মুক্তির মূলমন্ত্র ইসলামী শাসনতন্ত্র” শ্লোগান কে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার সদর ইউনিয়ন শাখার দ্বি-বার্ষিক সম্মেলন- ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষ্যে ২০ নভেম্বর সন্ধ্যায় ইসলামী আন্দোলন বাংলাদেশ সরাইল উপজেলার প্রধান কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন হয়।

 

সম্মেলনের প্রথম অধিবেশনে ইসলামী আন্দোলন বাংলাদেশ সরাইল সদর ইউনিয়নের সভাপতি মো. আনিছুল ইসলাম খান (বাবুল) এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন  ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলার সহ-সভাপতি মুফতি মো.  আশরাফুল ইসলাম বিলাল, এতে প্রধান বক্তার বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলার সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, বিশেষ অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশ সরাইল উপজেলার উপদেষ্টা মো. মতিউর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ সরাইল উপজেলার সভাপতি মো. সাইফুল ইসলাম ও সাধারন সম্পাদক  মো. মিজানুর রহমান মিলন।

পূর্বের কমিটি বিলুপ্ত করে ২৭ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করে সভাপতি পদে মো. রাকিব মিয়া, সাধারন সম্পাদক পদে কাউছার মিয়া ও  সাংগঠনিক সম্পাদক পদে ওয়াসিম মিয়া কে মনোনীত করা হয়।