হিন্দুদের ৮দফা দাবিতে উত্তাল খাগড়াছড়ি

চট্টগ্রাম, ধর্ম, সারাদেশ, ১৩ সেপ্টেম্বর ২০২৪, 18 বার পড়া হয়েছে,

শংকর চৌধুরী.খাগড়াছড়ি॥
দেশের সর্বস্তরের হিন্দুদের সম্মিলিত হয়ে প্রতিটি জেলায় সকল সনাতনী সংগঠন, সকল মতভেদ ভুলে নিজেদের অধিকার আদায়ে “বাংলাদেশ হিন্দু জাগরণ মঞ্চের ব্যানারে ঐক্যবদ্ধ হয়ে সারা বাংলাদেশে আন্দোলন জোরদার গড়ে তুলার আহব্বানে, দেশব্যাপী হিন্দুদের উপর নির্যাতন, ঘর-বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান, মঠ-মন্দিরে আক্রমণের প্রতিবাদে ও ৮ দফা বাস্তবায়নের দাবিতে মানব্বন্ধন ও বিক্ষোভ সমাবেশ আর মিছিলে মিছিলে উত্তাল পার্বত্য জেলা খাগড়াছড়ি।

শুক্রবার ১৩ সেপ্টেম্বর বিকেলে “বাংলাদেশ হিন্দু জাগরণ মঞ্চের ব্যানারে জেলার প্রাচীণতম কেন্দ্রীয় শ্রীশ্রী লক্ষ্মীনারায়ণ মন্দির প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের কলেজ রোড চেঙ্গীস্কোয়ার ঘুরে শাপ্লা চত্ত্বরে এসে সমাবেশ করে।

সমাবেশে সংখ্যালঘু নির্যাতনের বিচারের জন্য দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করে দোষীদের দ্রুততম সময়ে উপযুক্ত শাস্তি প্রদান, ক্ষতিগ্রস্থদের যথোপযুক্ত ক্ষতিপূরণ প্রদান ও পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণ করা। অনতিবিলম্বে সংখ্যালঘু সুরক্ষা আইন, প্রণয়ন করতে হবে। হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টকে হিন্দু ফাউন্ডেশনে উন্নীত করণ। পাশাপাশি বৌদ্ধ ও খ্রিষ্টানধর্মীয় কল্যাণ ট্রাস্টকেও ফাউন্ডেশনে উন্নীত করণ। দেবোত্তর সম্পত্তি পুনরুদ্ধার ও সংরক্ষণ আইন প্রণয়ন এবং অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন যথাযথ বাস্তবায়ন। প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে সংখ্যালঘুদের জন্য উপাসনালয় নির্মাণ এবং প্রতিটি হোস্টেলে প্রার্থনাকক্ষ বরাদ্দ করা। সংস্কৃত ও পালি শিক্ষা বোর্ড আধুনিকায়ন করতে হবে। শারদীয় দুর্গাপূজায় ৫ দিন ছুটির ঘোষণা দেয়াসহ ৮ দফা দাবি তুলে ধরা হয়।

কর্মসূচিতে হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন মঠ-মন্দির পরিচালনা কমিটি, সামাজিক সংগঠনের প্রতিনিধি, ইস্কুল-কলেজের ছাত্র-ছাত্রী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করাসহ এলাকার শত শত নারী-পুরুষ এবং শিশু-কিশোর অংশগ্রহণ করে।