নানা আয়োজনে অভিযান এর ২২ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বিজয়নগর, ব্রাহ্মণবাড়িয়া, সারাদেশ, ১০ জুলাই ২০২৪, 73 বার পড়া হয়েছে,

রাইট টাইমস ২৪ ডেস্ক: 

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে নানা আয়োজনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত, অভিযান এর ২২ তম প্রতিষ্ঠাবার্ষিকী-২০২৪ পালিত হয়েছে। ১০ জুলাই বেলা ১১ টার সময় উপজেলা মিলনায়তনে ১ম অধিবেশন আরম্ভ হয়। এতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মাহবুবুল হক। উক্ত সংস্থার প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান সাংবাদিক সারুয়ার হাজারীর সভাপতিত্বে ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব কাওছার আহমেদের সঞ্চালনায় বিশেষে অতিথি ছিলেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ মোজাহেরুল হক, উপজেলা কৃষি অফিসার শাব্বির আহমেদ, বিজয়নগর থানার ওসি তদন্ত খালিদ জামিল খান, সমাজসেবা অফিসার, আফরোজা বেগম, নির্বাচন অফিসার রফিকুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহীনুর জাহান, জেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ফ্রন্টিয়ার নিউজের সম্পাদক আব্দুর রহমান খান ওমর, প্রেসক্লাবে বিজয়নগরের সভাপতি মৃণাল চৌধুরী লিটন, উপজেলা ছাত্রলীগের সভাপতি হৃদয় আহমেদ, ইছাপুরা ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ রাষ্টু মিয়া প্রমূখ। প্রত্যেক বক্তাই অভিযান এর কার্যক্রমের প্রশংসা করেন এবং অভিযান-কে আরো এগিয়ে নিয়ে যেতে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। প্রথমই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন, অভিযান এর বিজয়নগর উপজেলা কমিটির দপ্তর সম্পাদক মজিবুর রহমান সুজন।

উপস্থিত বক্তব্য রাখেন, অভিযান এর উপদেষ্টা শফিকুর রহমান রেনু সরকার, উপজেলা কমিটির সভাপতি শাহজাহান সরকার,সাধারণ সম্পাদক সাংবাদিক আলমগীর হোসাঈন, ইছাপুরা ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক, সার্ভেযার এনামুল হক মোজাহেদী প্রমূখ। এ সময় বিজয়নগর নির্মান শ্রমিক সংগঠনের সাধারণ সম্পাদক, অলিউর রহমান, অভিযান এর উপ কমিটির সাবেক পরিচালক প্রশাসন, মিজানুর রহমান খান, উপজেলা কমিটির সিনিয়র সহ সভাপতি এইচএম জহিরুল ইসলাম,  সহ সভাপতি জিল্লুর রহমান, সহ সভাপতি মহিউদ্দিন,  সহ সভাতি মোঃ আব্দুল কুদ্দুছ, যুগ্ম সাধারন সম্পাদক নুর মোহাম্মদ আরাফাত, সাংগঠনিক সম্পাদক রোবেল মিয়া, নির্মল সূত্রধরসহ অভিযান এর সদস্যবৃন্দ, শিক্ষকবৃন্দ, স্বাস্থ্যসেবিকা, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গসহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন পরে কেক কাটা ও দোয়ার মাধ্যমে অভিযান এর ২২ তম প্রতিষ্ঠাবার্ষিকীর ১ম অধিবেশন শেষ হয়।
অপরদিকে, খাবার বিরতির পর দুপুর ২ টা থেকে ৫ টা পর্যন্ত অভিযান সেন্টারে এক সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরুস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে স্বনামধন্য শিল্পীরা মনোমুগ্ধকর গান পরিবেশন করেন। দুপুরের খাবার, বিনোদন আর নানা আয়োজনে অভিযান এর ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী ছিল দিনটির সেরা উপহার।