জসিম আজাদ, উখিয়া (কক্সবাজার) থেকে:
কক্সবাজারে মঙ্গলবার রাত থেকে কখনো টানা ভারী বৃষ্টিপাত আবার কখনো থেমে থেমে বৃষ্টিপাত হচ্ছে। ফলে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের ৪টি স্থানে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এতে ৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ২ জন স্থানীয় বাসিন্দা ও অপর ৭ জন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মিয়ানমারের নাগরিক।
মঙ্গলবার (১৮ জুন) মধ্যরাত থেকে বুধবার (১৯ জুন) সকাল পর্যন্ত উখিয়ার ৮, ৯, ১০ ও ১৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসের এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. মিজানুর রহমান।
জানা যায়, ৮ নম্বর ক্যাম্পে ২ জন, ৯ নম্বর ক্যাম্পে ২ জন, ১০ নম্বর ক্যাম্পে ৪ জন ও ১৪ নম্বর ক্যাম্পে ১ জনের মৃত্যু হয়েছে।
১০ নম্বর ক্যাম্পে নিহতরা হলেন, আবু মেহের (২৫) শাহানা (২২) আবুল কালাম (৫০) ও সেলিমা খাতুন (৪৫)।
৯ নম্বর ক্যাম্পে নিহতরা হলেন, মো. হোসেন (৫০) ও আনোয়ারা বেগম (১৮)।
৮ ও ১৪ নম্বর ক্যাম্পে নিহতদের নাম নিশ্চিত করতে পারেননি আরআরআরসি মো. মিজানুর রহমান।
তিনি জানান, বুধবার সকাল ৬টায় ১০ নম্বর ক্যাম্পের বক্ল-সি ৩ তে পাহাড় ধসে মাটি চাপা পড়ে ৪ জনের মৃত্যু হয়। ফায়ার সার্ভিসের ২টি ইউনিট উদ্ধার কার্যক্রম পরিচালনা করে ৪ জনের মরদেহ উদ্ধার করে। মঙ্গলবার দিবাগত রাত ৩টায় ৯ নম্বর ক্যাম্পের আই-৪ এ পাহাড় ধসের ঘটনা ঘটে। ওখানে উদ্ধার করা হয় ২ জনের মরদেহ। ভোর ৪ টার দিকে ৮ ও ১৪ নম্বর ক্যাম্পে পাহাড় ধসে মারা যায় আর ৩ জন। এ ঘটনায় কেউ আহত হওয়ার খবর পাওয়া যায়নি।
বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন।
পালংখালীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. গফুর উদ্দিন চৌধুরী বলেন, মঙ্গলবার (১৮ জুন) দিবাগত রাত তিনটার সময় অতি বৃষ্টির কারণে ১৪ নং রোহাঙ্গা ক্যাম্পের পাহাড় ধসে কাঁটাতারের বাইরে দেওয়াল ভেঙে চোরাখোলা এলাকার স্থানীয় শাহ আলমের ছেলে আব্দুল করিম (১২) মারা যায়। সে থাইংখালী উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র বলে জানা গেছে।
সম্পাদক ও প্রকাশক ঃ সাংবাদিক সারুয়ার হাজারী। বিএ (অনার্স), এমএ ইংরেজি।
গণমাধ্যম ও সাংবাদিকতা বিষয়ে মাস্টার্স (অধ্যয়নরত) পিআইবি।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ঃ অভিযান সেন্টার, বিজয়নগর উপজেলা মোড়, ব্রাহ্মণবাড়িয়া।
রাইট টাইমস 24