মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি:
মিরসরাই উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানগণ শপথ গ্রহণ করেছেন। মঙ্গলবার (২৮ মে) বেলা সাড়ে ১১টায় চট্টগ্রাম সার্কিট হাউজের সম্মেলন কক্ষে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো: তোফায়েল ইসলাম তাদের শপথবাক্য পাঠ করান। এসময় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম বিভাগের ডিআইজি নুরে আলম মিনা।
৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ১ম ধাপে গত ৮ মে চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদে এনায়েত হোসেন নয়ন এনায়েত হোসেন নয়ন, ভাইস চেয়ারম্যান পদে সাইফুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান পদে উম্মে কুলসুম কলি বিজয়ী হন। গত ১৪ মে বিজয়ীদের নামে গেজেট প্রকাশিত হয়।
নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন বলেন, আমাদের স্মার্ট এমপি মাহবুব উর রহমান রুহেল এর নেতৃত্বে ও দলীয় নেতাকর্মীদের সহযোগীতায় এবং উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সমন্বয়ে মিরসরাইকে একটি স্মার্ট উপজেলা হিসেবে গড়ে তুলবো। এছাড়া বেকার সমস্যা দূরীকরণ ও মাদকমুক্ত উপজেলা করাই আমার প্রধান লক্ষ্য।
সম্পাদক ও প্রকাশক ঃ সাংবাদিক সারুয়ার হাজারী। বিএ (অনার্স), এমএ ইংরেজি।
গণমাধ্যম ও সাংবাদিকতা বিষয়ে মাস্টার্স (অধ্যয়নরত) পিআইবি।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ঃ অভিযান সেন্টার, বিজয়নগর উপজেলা মোড়, ব্রাহ্মণবাড়িয়া।
রাইট টাইমস 24