নিজাম নাকি,নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি :
ফরিদপুরের নগরকান্দায় শহীদ মুক্তিযোদ্ধা আকরামুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ে ভূত আতঙ্ক,অসুস্থ ছাত্রীরা।
রবিবার (১৯ মে) দুপুরে হঠাৎ করেই একে একে একাধিক ছাত্রী অসুস্থ হয়ে পড়েন। এদের মধ্যে কেউ জ্ঞান হারিয়েছেন, আবার কেউ কেউ করছেন অস্বাভাবিক আচরণ।
কিন্তু কেনো এমন ঘটনা ঘটছে? এর সঠিক কোনো উত্তর জানা নেই স্কুলের প্রধান শিক্ষক ও ভুক্তভোগী ছাত্রীদের। তবে ছাত্রীদের মধ্যে অনেকেরই দাবি, স্কুলে জানালার বাহিরে ভৌতিক কিংবা অশরীরী কিছু একটা দেখে অসুস্থ হয়ে পড়েছেন তারা।
শহীদ মুক্তিযোদ্ধা আকরামুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমান বলেন, ঘটনার সাথে সাথে আমি বিষয়টি ইউএনও ও মাধ্যমিক শিক্ষা অফিসারকে জানিয়েছি। হঠাৎ স্কুলে মেয়েদের এমন অসুস্থতার কারণে অন্য শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যেও আতঙ্ক তৈরি হয়েছে।
নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা কাফি বিন কবির জানান,ভূত নয়, তীব্র তাপদাহ এবং আতঙ্কে এমন অসুস্থ হয়ে পড়েছেন শিক্ষার্থীরা।
সম্পাদক ও প্রকাশক ঃ সাংবাদিক সারুয়ার হাজারী। বিএ (অনার্স), এমএ ইংরেজি।
গণমাধ্যম ও সাংবাদিকতা বিষয়ে মাস্টার্স (অধ্যয়নরত) পিআইবি।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ঃ অভিযান সেন্টার, বিজয়নগর উপজেলা মোড়, ব্রাহ্মণবাড়িয়া।
রাইট টাইমস 24