নগরকান্দায় গার্মেন্টস ব্যবসায়ীর উপর হামলা, নগদ টাকাসহ দোকানের মুল্যবান জিনিসপত্র লুটপাট

ঢাকা, সারাদেশ, ১৫ এপ্রিল ২০২৪, 44 বার পড়া হয়েছে,

 

ফরিদপুরের নগরকান্দায় গার্মেন্টস ব্যবসায়ীর উপর অতর্কিত হামলা করে নগদ টাকাসহ দোকানের মুল্যবান জিনিসপত্র লুটপাটের অভিযোগ পাওয়া গেছে।

জানাযায়, গত শনিবার ( ১৩ এপ্রিল) বিকালে নগরকান্দা সদর বাজারের গার্মেন্টস ব্যবসায়ী ছাব্বির হোসেনের উপর এ হামলার ঘটনা ঘটে।

হামলার শিকার ছাব্বির হোসেন উপজেলার শহীদনগর ইউনিয়নের কোদালিয়া গ্রামের মৃত আব্দুল হক এর ছেলে।

এব্যপারে ব্যবসায়ী ছাব্বির হোসেন বাদী হয়ে নগরকান্দা থানায় একটি লিখিত অভিযোগ করেন।

অভিযোগসুত্রে জানাযায়, গত শনিবার ( ১৩ এপ্রিল) বিকালে গার্মেন্টস ব্যবসয়ী ছাব্বির হোসেন তার দোকানে বেচাকেনা করছিল, এসময় পূর্ব শত্রুতার জের ধরে ছাগলদী গ্রামের ছিরু মোল্লার ছেলে তুহিন মোল্লাসহ অজ্ঞাতনামা ৮/১০ জন দুর্বৃত্ত ছাব্বির হোসেনের দোকানে ঢুকে তাহার উপর হামলা চালিয়ে দোকানে থাকা নগদ অর্থ ও মুল্যবান জিনিসপত্র লুটপাট করে নিয়ে যায়।

নগরকান্দা বাজার বনিক সমিতির সভাপতি দেলোয়ার হোসেন দুলু বলেন, ব্যবসায়ী ছাব্বির হোসেনের উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই, সেই সাথে জড়িত সকলকে আটক করে আইনের আওতায় এনে বিচারের জোর দাবি জানাই।

নগরকান্দা থানা অফিসার ইনচার্জ আমিনুর রহমান জানান, ব্যবসায়ী ছাব্বির হোসেন একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন, এঘটনা তদন্ত করে উপযুক্ত আইননক ব্যবস্থা গ্রহণ করা হবে।