রামগড়ে অজ্ঞাত বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রাম, সারাদেশ, ১৩ এপ্রিল ২০২৪, 36 বার পড়া হয়েছে,

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি: খাগড়াছড়ির রামগড়ে পাহাড়ের খাদ থেকে এক অজ্ঞাত বাঙ্গালী বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ শনিবার (১৩ এপ্রিল) বিকেল আনুমানিক বিকেল ৪টার দিকে উপজেলার ২ নং পাতাছড়া ইউনিয়নের নাকাপাস্থ চাষি নগর এলাকায় পাহাড়ের খাদ থেকে উক্ত লাশটি উদ্ধার করা হয়।

জানা যায়, স্থানীয় শিশুরা পাহাড়ি টিলায় গরু-ছাগল চড়াতে গিয়ে লাশটি দেখতে পেয়ে এলাকাবাসীকে জানায়। পরে স্থানীয়রা নাকাপা পুুলিশ ক্যাম্পের মাধ্যমে রামগড় থানাকে অবহিত করে।

খবর পেয়ে রামগড় থানার এস আই মোঃ মহসিন মোস্তফার নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে আইন অনুযায়ী পরবর্তী ব্যাবস্থা গ্রহনের জন্য নিয়ে যায়।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা দেব প্রিয় দাস জানান, এলাকার লোকজন উক্ত মৃত ব্যক্তির নাম-পরিচয় শনাক্ত করতে না পারায় এ বিষয়ে রামগড় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করার প্রক্রিয়া চলমান রয়েছে।