মোঃ আবদুল জলিল রিপন, চৌদ্দগ্রাম প্রতিনিধি :
ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় শাহেদা বেগম (৫৫) নামে এক মহিলা নিহত হয়েছেন। আহত হয়েছেন ২৪ জন। নিহত শাহেদা বেগম হবিগঞ্জ জেলার মাধবপুর থানার রসুলপুর গ্রামের মৃত আব্দুর রহমানের স্ত্রী। তথ্যটি নিশ্চিত করেছেন মিয়াবাজার হাইওয়ে থানার ওসি লোকমান হোসেন ।
চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিস সূত্রে জানা যায় মঙ্গলবার রাত ৩ ঘটিকার সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক এলাকায় চৌদ্দগ্রাম পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সামনে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস হবিগঞ্জ গামী মায়ের দোয়া পরিবহন (চঃমেঃ জ ১১- ১৭২৫) সামনে থাকা কার্ভাড ভ্যান হাবিবুল্লাহ কার্গো সার্ভিস (ঢাঃমেঃ ট ২০-৫৪৫৩) এর পিছনে ধাক্কা দেয়। এসময় গুরুতর আহত বাসের যাত্রী শাহেদা বেগম নিহত হয়। আহত হন আরও কমপক্ষে ২৪জন বাসযাত্রী।
চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মিনার হোসেন জানান, রাত তিনটায় সড়ক দুর্ঘটনা আহত বাসযাত্রী ২৪ জন কে আমরা প্রাথমিক চিকিৎসা দিয়েছি। তারমধ্য গুরুতর আহত নয়জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে কুমিল্লা মেডিকেল কলেজে প্রেরণ করা হয়েছে। গুরতর আহত যাত্রীরা হলেন সুরাইয়া(২৫), নাজিয়া(১৮), জেসমিন(২৪), কিয়াম(১৩), শান্তা(১৭), ইয়াছিন(৩৩), দিতী(১৮), আল আমিন(২২) ও আলেয়া(২৬)।
মিয়াবাজার হাইওয়ে থানার উপ-পরিদর্শক নজরুল ইসলাম জানান, দুর্ঘটনা কবলিত যাত্রীবাহী বাস ও কার্ভাড ভ্যান থানায় নিয়ে আসা হয়েছে। নিহত শাহাদা বেগমের লাশ আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
সম্পাদক ও প্রকাশক ঃ সাংবাদিক সারুয়ার হাজারী। বিএ (অনার্স), এমএ ইংরেজি।
গণমাধ্যম ও সাংবাদিকতা বিষয়ে মাস্টার্স (অধ্যয়নরত) পিআইবি।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ঃ অভিযান সেন্টার, বিজয়নগর উপজেলা মোড়, ব্রাহ্মণবাড়িয়া।
রাইট টাইমস 24