ফটিকছড়িতে ৪ কিশোর গ্যাং সদস্যকে দন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত

চট্টগ্রাম, সারাদেশ, ৯ এপ্রিল ২০২৪, 64 বার পড়া হয়েছে,

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি :

ফটিকছড়ির ৪ কিশোর গ্যাং সদস্যকে কারাদন্ড দিয়েছে প্রশাসন। মঙ্গলবার (৯ এপ্রিল) সকালে উপজেলা নির্বাহী অফিসার মো. মোজাম্মেল হক চৌধুরী মোবাইল কোর্ট পরিচালনা করে তাদের এ দন্ড দেন।

প্রশাসন সূত্র জানাযায় গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সকালে ধর্মপুর আজাদী বাজারে অভিযান পরিচালনা করেন নির্বাহী অফিসার। এসময় বাজারের অলিগলি এবং দোকানের সামনে জটলা সৃষ্টিসহ উশৃঙ্খল আচরণ করায় আশরাফ (১৭), মো. তাজিম উদ্দিন (১৮), মো. মোশারফ উদ্দিন (১৪) এবং মো. রিফাত (১৪) কে ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড দেয় ভ্রাম্যমান আদালত।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, ‘বাজারে উশৃংখল আচরণ ও বিভিন্ন অপরাধে যুক্ত থাকায় ৪ কিশোরকে সংশ্লিষ্ট ধারায় দন্ড দেয়া হয়েছে।