ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি।
ফটিকছড়ির ভূজপুরে সিএনজি অটোরিকশা-নছিমনের মুখোমুখি সংঘর্ষে শাকিল আহমদ (১৭) নামে এক মাদ্রাসা ছাত্র নিহত হয়েছে।
রোববার (৭ এপ্রিল) দুপুরে উপজেলার ভূজপুর থানাধীন বিবিরহাট-কাজীরহাট সড়কের বণিকপাড়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাকিলের বাড়ি ভোলা জেলায়। সে একই উপজেলার বাবুনগর কওমী মাদ্রাসার এবতেদায়ী বিভাগের পঞ্চম শ্রেণির ছাত্র।
এ ঘটনায় শিশুসহ আরো তিন জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতরা হলো- রাইসা মনি (৬), ওয়াজিয়া (১৫) ও মো: ইউসুফ (৩৬)।
প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েকজন বন্ধুসহ শাকিল দুপুরের দিকে সিএনজি যোগে চট্টগ্রাম শহরের উদ্দেশ্যে রওনা দেয়। পথে তাদের গাড়ি বিবিরহাট-কাজীরহাট সড়কের বণিকপাড়া মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা নছিমনের সাথে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে শাকিল গুরুতর আহত হয়।
মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
অন্যদিকে,প্রাথমিক চিকিৎসা শেষে আহত ৩ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান বলেন, লাশ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।