সিংগাইরে মোস্তফা – দেলোয়ারা ফাউন্ডেশনের ঈদের উপহার পেল ৭০০ পরিবার!

ঢাকা, সারাদেশ, ৭ এপ্রিল ২০২৪, 48 বার পড়া হয়েছে,

মাসুম বাদশাহ,সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি :

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ফোর্ডনগর মোস্তফা দেলোয়ারা ফাউন্ডেশনের ঈদ উপহার হিসেবে নতুন জামা- কাপড় পেলেন দুঃস্থ ৭০০ পরিবার।
রবিবার (৭ এপ্রিল) সকাল সাড়ে ১০ টায় ফোর্ডনগর এলাকায় গরীবদের মাঝে নতুন জামা- কাপড় তুলে দেন ফাউন্ডেশনের কর্নধার বিশিষ্ট ব্যবসায়ী ইকবাল হোসেন শামীম। এ সময় তার বাবা গোলাম মোস্তফা, মা দেলোয়ারা ও ছোট ভাই শ্যামলসহ পরিবারের লোকজন উপস্থিত ছিলেন। এলাকার দুস্থ লোকজন ঈদের নতুন জামা কাপড় ও নগদ অর্থ পেয়ে খুশীতে আত্নহারা হয়ে পড়ে।
ঈদ উপহার পাওয়া আম্বিয়া, শফিকুল কাজী, লিটন ও ছকিনা বলেন, প্রতি বছর ঈদের আগে আমাদেরকে নতুন জামা-কাপড় ও টাকা পয়সা দেয়া হয়ে থাকে। আমরা প্রাণ খুলে শামীম ও তার পরিবারের লোকজনের জন্য দোয়া করি।
৷ এ ব্যাপারে ইকবাল হোসেন শামীম বলেন, আমার বাবা-মায়ের নামে গড়ে তোলা মোস্তফা – দেলেয়ারা ফাউন্ডেশন এলাকায় এ ধরণের বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে।