স্বাধীনতা দিবসের আলোচনায় টুলু এমপি

ঢাকা, সারাদেশ, ২৯ মার্চ ২০২৪, 37 বার পড়া হয়েছে,

মাসুম বাদশাহ সিংগাইর (মানিকগঞ্জ)প্রতিনিধি: মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও কৃষি মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য দেওয়ান জাহিদ আহমেদ টুলু বলেছেন,আমার এলাকার উন্নয়নে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে পৌনে তিন’শো কোটি টাকা বরাদ্দ দিয়েছেন। যা আগামীতে দৃশ্যমান উন্নয়ন দেখতে পাবেন।সংসদের বাইরেও প্রধানমন্ত্রীর সাথে ৪ বার কথা বলার সুযোগ হয়েছে। তিনি আমাকে এলাকার উন্নয়নে কাজ করার নির্দেশ দিয়েছেন।
বৃহস্পতিবার(২৮ মার্চ) বিকেল সাড়ে ৪ টায় মানিকগঞ্জের সিংগাইর উপজেলার সিংগাইর সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে উপজেলা আওয়ামী যুবলীগ আয়োজিত মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সংসদ সদস্য আরো বলেন,শেখ হাসিনা থাকলে দেশ ভালো চলবে। আমরাও নিরাপদে থাকবো। গত ৭ জানুয়ারি নির্বাচনে বিজয়ী হওয়ার পর আমি সকল ভেদাভেদ ভুলে গেছি। দলের সকল নেতাকর্মীদের সাথে নিয়ে কাজ করতে চাই। আমার সমালোচনা না করে ভূল ক্রটিগুলো ধরিয়ে দিন। আওয়ামীলীগের সকল প্রোগ্রাম গুলো সবাইকে সাথে নিয়ে কাজ প্রতিশ্রুতিও দেন তিনি।
উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মো : তমিজ উদ্দিন সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রমিজ উদ্দিনের পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- জেলা সহ-সভাপতি হাজী আব্দুল মাজেদ খান, সিংগাইর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো: রমজান আলী, যুগ্মসাধারণ মো: সায়েদুল ইসলাম, জেলা যুবলীগের আহবায়ক আব্দুর রাজ্জাক রাজা,উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোসা: শারমিন আক্তার, বায়রা ইউপি চেয়ারম্যান দেওয়ান জিন্নাহ লাটু, জামির্তা ইউপি চেয়ারম্যান মোঃ আবুল হোসেন, চারিগ্রাম ইউপি চেয়ারম্যান দেওয়ান রিপন,উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক মো: ইলিয়াস হোসেন লিটন,পৌর সভার প্যানেল মেয়র মো: সমেজ উদ্দিন, সায়েস্তা ইউনিয়ন যুবলীগের সভাপতি মো: আবু সায়েম, পৌর যুবলীগের সভাপতি মো : জসিম উদ্দিন প্রমুখ।