গাইবান্ধার সাদুল্লাপুরে ১৩ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যাবসায়ী গ্রেফতার

ময়মনসিংহ, সারাদেশ, ১৪ ফেব্রুয়ারি ২০২৪, 83 বার পড়া হয়েছে,

শেখ নাসির আহমেদ, গাইবান্ধা জেলা প্রতিনিধি:
গাইবান্ধার সাদুল্লাপুরে থানা পুলিশের বিশেষ অভিযানে ১৩ কেজি শুকনো গাঁজা সহ ৩ মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। সাদুল্লাপুর উপজেলাকে মাদক মুক্ত করার প্রত্যয়ে জেলা পুলিশ সুপার মোঃ কামাল হোসেন এর দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার এ সার্কেল ধ্রুব জ্যোতির্ময় গোপ এর নেতৃত্বে সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ কেএম আজমিরুজামান, ধাপেরহাট তদন্ত কেন্দ্রের ইনচার্জ শুকুর আলী, এসআই মোঃ সফিউর রহমান, এসআই মোঃ নুরুজ্জামান, এসআই জিয়াউল, এএসআই মিলন, এএসআই রুবেল মিয়া, এএসআই দিলীপ সঙ্গীয় অফিসার ফোর্স সহ ১৩ ফেব্রুয়ারী মঙ্গলবার রাত্রী ১২:৫০ মিনিটে উপজেলার ধাপেরহাট ইউনিয়নের হাসানপাড়া গ্রামস্থ মহাসড়কে কৃষি ব্যাংকের পূর্ব পার্শ্বে গোপন সংবাদের ভিত্তিতে কুড়িগ্রাম ভুরুঙ্গামারী হতে ঢাকা মাওয়া গামী যাত্রী বাহী মা নাদিয়া পরিবহনে তল্লাশী কালে ভুরুঙ্গামারী কুড়িগ্রাম পাথর ডুবি গ্রামের মোঃ আব্দুর রহিমের ছেলে সুজন মিয়া (৩০) বড় কাটামাড়ী গ্রামের মোঃ রিয়াজ উদ্দিনের ছেলে মোঃ দুলাল হোসেন (২২) বচি ডাংগা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে মোঃ মানিক মিয়া (৩৫) কে ১৩ কেজি শুকনো গাঁজা সহ গ্রেফতার করা হয়।

এবিষয়ে সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ কেএম আজমিরুজামান বলেন, আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।