আখাউড়ায় শ্বশুরবাড়ি থেকে ইয়াবাসহ জামাইকে গ্রেপ্তার

আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া, ২৭ ডিসেম্বর ২০২৩, 166 বার পড়া হয়েছে,

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় শ্বশুর বাড়ি থেকে মো. আরিফ হাসান (৩৭) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) ভোরে পৌরশহরের দূর্গাপুর এলাকায় (পশ্চিম পাড়া) অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

এ সময় তার কাছে থেকে ১১৫০ টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। আটককৃত মো. আরিফ হাসান কিশোরগঞ্জ জেলার ভৈরব থানার ভৈরবপুর গ্রামের মো. জজ মিয়ার ছেলে।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূরে আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান চালিয়ে ১১৫০ টি ইয়াবা ট্যাবলেটসহ মো. আরিফ হাসানকে তার শ্বশুরের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আখাউড়া থানায় পূর্বের চারটি মাদক মামলাসহ আরো ৭ টি মামলা রয়েছে। দুপুরের দিকে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।