কান্দিপাড়ায় বাথরুম থেকে ৫ শ্রেণির ছাত্রের মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া, ব্রাহ্মণবাড়িয়া সদর, ৮ ডিসেম্বর ২০২৩, 96 বার পড়া হয়েছে,

ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরে বাথরুম থেকে সিয়াম (১৩) নামে এক স্কুল শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) বিকেলের দিকে কান্দিপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
সিয়াম ওই এলাকার সোহাগ মিয়ার ছেলে। সে স্কলারস স্কুল অ্যান্ড কলেজের ৫ শ্রেণির শিক্ষার্থী।

হাসপাতাল ও পরিবারের সদস্যরা জানান, সিয়াম বিকেলে বন্ধুদের সঙ্গে খেলাধুলা করছিল। এরপর বাসায় এসে বাথরুমে ঢুকে আর বের হয়নি। বেশ কিছুক্ষণ পরে দরজা ভেঙে সিয়ামকে বাথরুমের ফ্লোরে পড়ে থাকতে দেখেন। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন জানান, সিয়াম নামে এক স্কুল শিক্ষার্থী বাথরুমেই মারা গেছে। তবে কী কারণে মারা গেছে তা সঠিক বলা যাচ্ছে না। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।