সরাইলে তিতাস নদীতে যুবকের মৃত্যু
২৮ ফেব্রুয়ারি ২০২৩,
30387 বার পড়া হয়েছে,
মোঃ আল মামুন খান, সরাইল থেকে :
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থেকে ৫২ বছর বয়সী এক অজ্ঞাত পাগলের মৃত দেহ উদ্ধার করেছেন সরাইল থানার পুলিশ । ১১ নভেম্বর শনিবার রাত ৯টার দিকে মরদেহটি ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিকাল ৪টার দিকে উপজেলার অরুয়াইল ইউনিয়নের কাকুলিয়া গ্রামের একটি খাল থেকে ভাসমান অবস্থায় এক অজ্ঞাত পাগলের লাশ উদ্ধার করা হয়েছে। ওই পাগল রাজাপুর ও কাকুলিয়া গ্রামে ভিক্ষা করতো এবং ওইখানে থাকতো। ওই পাগলের লাশের পরিচয় শনাক্ত করতে পিবিআইকে ফিঙ্গারপ্রিন্ট নিতে বলা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া বাতিঘর সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো.আজহার উদ্দিন জানিয়েছেন, পাগলের পরিচয় পাওয়া না গেলে বেওয়ারিশ লাশ হিসেবে দাফন করা হবে।