বিজয়নগর( ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা :
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে স্ত্রীর পরকীয়ার জের ধরে তার স্ত্রীর সঙ্গে অভিমান করে মো. শাওন (২২) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। ১ নভেম্বর বুধবার সকাল ৭টার দিকে উপজেলার চম্পকনগর ইউনিয়নের নুরপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শাওন ওই গ্রামের আলী আহম্মদের ছেলে। সে একজন অটোরিক্সা চালক ছিলেন।
পরিবার ও পুলিশ জানা যায়, শাওন বিয়ের পর থেকে তার স্ত্রী তানজিনাকে নিয়ে শ্বশুর বাড়িতে থাকে। শাওন তানজিনাকে বিভিন্ন পুরুষের সাথে পরকীয়া আছে বলে সন্দেহ করতো। এসব কারণে স্ত্রীর সঙ্গে তার বনিবনা হচ্ছিল না। তাই ওই দিন সকাল বেলা সবার অগোচরে শোবার ঘরের তীরের সঙ্গে গলায় প্যান্টের বেল্ট পেঁচিয়ে আত্মহত্যা করেন শাওন। খবর পেয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে অভিযান ২৪ কমকে জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। পারিবারিক কলহের জের ধরে এমনটা হয়ে থাকতে পারে। মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।