পেশাদার কূটনীতিক আসাদ আলম সিয়াম বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব পদমর্যাদার কর্মকর্তা। তিনি সর্বশেষ পররাষ্ট্র মন্ত্রণালয়ে ইন্সপেক্টর জেনারেল অব মিশনসের দায়িত্ব পালন করেছেন। আসাদ আলম সিয়াম ভিয়েনায় মোহাম্মদ আবদুল মুহিতের পদে স্থলাভিষিক্ত হলেন।
অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় এসে পৌঁছেছেন ভিয়েনায় বাংলাদেশের নবনিযুক্ত রাষ্ট্রদূত আসাদ আলম সিয়াম। বৃহস্পতিবার (২৪ আগস্ট) স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে এয়ার ইন্ডিয়া এয়ারলাইনসে ভিয়েনা আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেন তিনি।
বিমানবন্দরে আনুষ্ঠানিকতা শেষে তিনি বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে পৌঁছলে অস্ট্রিয়াপ্রবাসী বাংলাদেশি কমিউনিটির নেতারা ও ভিয়েনাস্থ বাংলাদেশ দূতাবাস ও স্থায়ী মিশনের কর্মকর্তারা নতুন রাষ্ট্রদূতকে ফুলের তোড়া দিয়ে অভ্যর্থনা জানান।
কমিউনিটি নেতাদের মধ্যে ছিলেন সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি, অস্ট্রিয়াপ্রবাসী মানবাধিকারকর্মী, লেখক-সাংবাদিক এম নজরুল ইসলাম, সর্ব ইউরোপিয়ান মুক্তিযোদ্ধা সংসদের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা বায়জীদ মীর, অস্ট্রিয়া আওয়ামী লীগের সভাপতি খন্দকার হাফিজুর রহমান নাসিম, সহ-সভাপতি আক্তার হোসেন, রুহী দাস সাহা, মিজানুর রহমান শ্যামল।
পেশাদার কূটনীতিক আসাদ আলম সিয়াম বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব পদমর্যাদার কর্মকর্তা। তিনি সর্বশেষ পররাষ্ট্র মন্ত্রণালয়ে ইন্সপেক্টর জেনারেল অব মিশনসের দায়িত্ব পালন করেছেন। আসাদ আলম সিয়াম ভিয়েনায় মোহাম্মদ আবদুল মুহিতের পদে স্থলাভিষিক্ত হলেন।
সম্পাদক ও প্রকাশক ঃ সাংবাদিক সারুয়ার হাজারী। বিএ (অনার্স), এমএ ইংরেজি।
গণমাধ্যম ও সাংবাদিকতা বিষয়ে মাস্টার্স (অধ্যয়নরত) পিআইবি।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ঃ অভিযান সেন্টার, বিজয়নগর উপজেলা মোড়, ব্রাহ্মণবাড়িয়া।
রাইট টাইমস 24