চীনা কোম্পানি বাইটিড্যান্সের মালিকানাধীন টিকটককে ৪ হাজার ৬০ কোটি ৯১ লাখ টাকা (৩৭ কোটি ডলার) জরিমানা করা হয়েছে।
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দেশগুলোর শিশু ও অপ্রাপ্তবয়স্কদের ব্যক্তিগত তথ্য গোপন রাখতে ব্যর্থ হওয়ায় প্রথমবারের মতো এই জরিমানা করেছে ইইউর প্রধান নিয়ন্ত্রক সংস্থা ডেটা প্রটেকশন কমিশনার (ডিপিসি)। এর আগে কোনো ইউরোপের কোনো নিয়ন্ত্রণ সংস্থা টিকটককে জরিমানা করেনি।
বিবৃতিতে বলা হয়, ২০২০ সালের ৩১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত চার মাস ইউরোপের ১৮ বছরের চেয়ে কম বয়সী ব্যবহারকারীদের ক্ষেত্রে ব্যক্তিগত গোপনীয়তা সংক্রান্ত আইন লঙ্ঘণ করার অভিযোগ ছিল টিকটকের বিরুদ্ধে। সেই অভিযোগের পক্ষে বিশ্বাসযোগ্য সাক্ষ্যপ্রমাণ হাতে আসায় জরিমানার এই আদেশ দেয়া হয়েছে।
এর আগে, ২০২১ সালের সেপ্টেম্বর মাসে টিকটকে নিয়ে তদন্ত শুরু করে ডিপিসি। টিকটকের বিভিন্ন সেটিংস ও ১৮ বছরের কম বয়সীদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ ও তা ব্যবহারের ক্ষেত্রে জিডিপিআর মেনে চলা হচ্ছে কি না তা, সে সময় থেকে খতিয়ে দেখা হয়েছে। তাতে দেখা গেছে, কম বয়সীদের ঝুঁকির বিষয়টি যথাযথভাবে মূল্যায়ন করেনি টিকটক।
ডিপিসির শুক্রবারের বিবৃতিতে বলা হয়েছে, ইউরোপের অপ্রাপ্তবয়স্করা টিকটকে অ্যাকাউন্ট খোলার পর তা স্বয়ংক্রিয়ভাবে ‘পাবলিক’ রাখা হয়েছিল। সেসব অ্যাকাউন্টের ব্যবহারকারীরা প্রাপ্ত না কি অপ্রাপ্তবয়স্ক— তা যাচাই করে দেখেনি টিকটক।
উল্লেখ্য, দিনকে দিন জনপ্রিয় হয়ে উঠছে টিকটক। যুক্তরাষ্ট্রে টিকটকের দেড় কোটি ব্যবহারকারী রয়েছে। ইউরোপীয় ইউনিয়নে রয়েছে ১ কোটি ৩০ লাখের বেশি মানুষ।
সূত্র : এএফপি
সম্পাদক ও প্রকাশক ঃ সাংবাদিক সারুয়ার হাজারী। বিএ (অনার্স), এমএ ইংরেজি।
গণমাধ্যম ও সাংবাদিকতা বিষয়ে মাস্টার্স (অধ্যয়নরত) পিআইবি।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ঃ অভিযান সেন্টার, বিজয়নগর উপজেলা মোড়, ব্রাহ্মণবাড়িয়া।
রাইট টাইমস 24