‌বিজয়নগ‌রে জ‌মির বি‌রো‌ধে ছোট দুই ভাই‌য়ের হা‌তে বড় ভাই খুন । 

চট্টগ্রাম, বিজয়নগর, ব্রাহ্মণবাড়িয়া, সারাদেশ, ২৬ আগস্ট ২০২৩, 150 বার পড়া হয়েছে,

অ‌ভিযান ২৪ ডেস্ক: 
ব্রাহ্মণবা‌ড়িয়ার বিজয়নগ‌রে জ‌মি সংক্রান্ত বি‌রো‌ধের জে‌রে ছোট দুই ভাই‌য়ের হা‌তে বড় ভাই জা‌কির হো‌সে(৪৫) খুন হ‌য়ে‌ছেন। নিহত জা‌কির হ‌সেন উপ‌জেলার হরষপুর ইউ‌নিয়‌নের সোনা‌মোড়া গ্রা‌মের মৃত আব্দুস সালা‌মের ছে‌লে । ২৬ আগস্ট শ‌নিবার বিকাল ৫ টার সময় তার আপন ছোট দুই ভাই আক্তার হো‌সেন ( ৩৭) ও মুক্তার হো‌সে‌ন (৩৪) ধারা‌লো‌ে অস্ত্র দি‌য়ে‌ আঘাত কর‌লে তার মৃতু‌্য হয় ।
বিজয়নগর থানার অ‌ফিসার ইনচার্জ (ও‌সি ) মোঃ রাজু আহ‌ম্মেদ অ‌ভিযান ২৪ ডট কম‌কে এসব তথ‌্য নি‌শ্চিত ক‌রে‌ছেন।
স্থানীয়রা জানান, বেশ কিছুদিন ধরে জমি নিয়ে তা‌দের ভাই‌দের ম‌ধ্যে বিরোধ চলছিল। এর জে‌রে নিহ‌তের ওই ছোট দুই ভাই ধারালো অস্ত্র দিয়ে আঘাত কর‌লে সে অজ্ঞান হ‌য়ে প‌ড়ে।
স্থানীয়রা তা‌কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরুী বিভা‌গের ডা. সাব‌রিন নাঈম সিয়াম অ‌ভিযান ২৪ ডট কম‌কে জানান, ‘নিহত জা‌কির হো‌সে‌নের গা‌য়ে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন আছে। হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।  ওসি মোঃ রাজু আহ‌ম্মেদ অ‌ভিযান ২৪ ডট কম‌কে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় অ‌ভিযুক্ত দুই ভাই‌কে গ্রেফতা‌রের চেষ্টা চল‌ছে এবং মর‌দেহ ময়না তদ‌ন্তের জন‌্য জেলা‌ সদর হাসপাতাল ম‌র্গে পাঠা‌নো হ‌য়ে‌ছে ।