বিজয়নগরের মামলার রায়ের জের ধরে আক্রমণ ও থানায় মামলা

বিজয়নগর, ব্রাহ্মণবাড়িয়া, সারাদেশ, ২২ আগস্ট ২০২৩, 100 বার পড়া হয়েছে,

ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরে মামলার রা‌য়ের জের ধ‌রে আক্রমন ও ভাংচু‌রের ঘটনা ঘ‌টে‌ছে । উপ‌জেলার সিঙ্গার‌বিল ইউ‌নিয়‌নের চাউড়া গ্রামে জায়গা সম্প‌ত্তির বিষ‌য়ে আদালতের রায়কে কেন্দ্র করে প্রতিপক্ষের আক্রমণে মৃত সৈয়দ ওয়াহিদ উদ্দিনের ছেলে সৈয়দ জিলকদ ও কাজী ইয়ারফ এর ছেলে কাজী সোহাগক গুরুতর আহত হ‌য়ে‌ছেন। জানা যায়, ওই ইউ‌নিয়‌নের চাউড়া গ্রা‌মের আব্দুর রহমান ও ওয়া‌হিদ উ‌দ্দি‌নের মা‌ঝে জায়গা সম্প‌ত্তি নি‌য়ে মামলা চল‌ছিল । মামলা চলমান অবস্থায় বাদী সৈয়দ ওয়া‌হিদ উ‌দ্দিন ও বিবাদী আব্দুর রহমান মৃতু‌্যবরন ক‌রেন । মৃত ওয়াহিদ উদ্দিনের দায়েরকৃত মামলা ১৯৯৭ খ্রিঃ ৭/৯৭ নং পিয়েনশন মামলা চলমানে, ২০১৬ খ্রিঃ হাইকোর্ট বাদীর প‌ক্ষে রায় ঘোষনা ক‌রেন । ২০২২ খ্রিঃ বাংলাদেশ সুপ্রিমকোর্টও একই রায়‌ বহাল রে‌খে আগামী ৪মাসের ম‌ধ্যে বিবাদী মৃত আব্দুর রহমান গং দেরকে জায়গার দখল ছেড়ে বাদী পক্ষকে বুঝিয়ে দিতে আদেশ প্রদান ক‌রেন। বিবাদী পক্ষ আদাল‌তের আ‌দেশ অমান‌্য ক‌রেন এবং জায়গার দখল ছাড়‌তে বিরূপ প্রতি‌ক্রিয়া ব‌্যক্ত ক‌রেন। মামলার এজাহার সূ‌ত্রে জানা যায়, এরই জের ধরে গত ১১ আগস্ট শুক্রবার বেলা ১১ টার সময় বাদীর ছে‌লে সৈয়দ জিলকদ মৃত ওয়াহিদউদ্দিনের মাজারের অসমাপ্ত কাজের মাপ যোপ কর‌তে ও রড সি‌মেন্ট ক্রয়‌য়ের জন‌্য মাজা‌রে আস‌লে বিবাদীর লোকজন পারভেজ ও হৃদয় মিয়া সহ কয়েকজন মিলে মাজারে উত্তর পাশে থাকা টিনের বেড়া ভাঙচুর করে ভিতরে ঢুকে জিলকদ সহ কয়েক জনের উপর অতর্কিত হামলা চালায় । জিলক‌দের সা‌থে থাকা রড সি‌মে‌ন্টের টাকা ও আই‌ফোন চি‌নি‌য়ে নেন। জিলক‌দের চিৎকার শু‌নে লোকজন এ‌সে জিলকদ‌কে উদ্ধার ক‌রে গুরুতর অবস্থায় ব্রাহ্মণবা‌ড়িয়া সদ‌রে প্রেরন ক‌রেন । জিলক‌দের মাথায় প্রচন্ড আঘাত র‌য়ে‌ছে ব‌লে হাসপাতাল সূ‌ত্রে জানা গে‌ছে । বর্তমা‌নে তি‌নি হাসপাতা‌লে চি‌কিৎসাধীন অবস্থায় র‌য়ে‌ছেন।
এ বিষয়ে বিজয়নগর থানার অফিসার ইনচার্জ রাজু আহ‌ম্মেদ অ‌ভিযান ২৪ ডট কম‌কে জানান, এ বিষ‌য়ে উভয় প‌ক্ষেরই থানায় পৃথক পৃথক মামলা হ‌য়ে‌ছে । আমরা আসামী‌দের‌কে গ্রেপ্তা‌রের চেষ্টা কর‌ছি । আইন শৃংখলার বিঘ্ন যা‌তে না ঘট‌তে পা‌রে তার জন‌্য আমরা যাবতীয় পদ‌ক্ষেপ গ্রহণ কর‌ছি ।
নিউজ ডেস্কঃ অ‌ভিযান ২৪ ডট কম, বিজয়নগর, ব্রাহ্মণবা‌ড়িয়া।