‌বিএন‌পির কর্মসূ‌চি‌তে অংশ গ্রহণ অবস্থায়  মারা গেলেন বিজয়নগ‌রের  মিয়াচাঁন মেম্বার 

বিজয়নগর, ব্রাহ্মণবাড়িয়া, সারাদেশ, ১৯ আগস্ট ২০২৩, 95 বার পড়া হয়েছে,

নিজস্ব প্রতিবেদক :  ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগ‌রে বিএনপির পদযাত্রা কর্মসূচিতে অংশ নিতে এসে স্ট্রোক করে মারা গে‌লেন এক ইউ‌পি সদস‌্য। নিহত ব‌্যক্তি উপ‌জেলার চরইসলামপুর ইউ‌নিয়‌নের ৫ নং ওয়ার্ডের বর্তমান সদস‌্য । জনা যায়, ১৯ আগস্ট শনিবার দুপুর ১২ টার সময় পৌর শহরের কাউতুলি স্টেডিয়াম মার্কেটের সামনে ঘটনাটি ঘটে। মারা যাওয়া ব‌্যক্তি
মোঃ মিয়াচাঁন (৫৬) উপজেলার চরইসলামপুর ইউনিয়নের মৃত মালু মিয়ার ছেলে। তি‌নি উক্ত ইউনিয়ন বিএনপির সভাপতি ছিলেন। স‌রে জ‌মি‌নে জানা যায়, কাউতুলি থেকে প্রায় ২০০ লোকের একটি পদযাত্রা সরকারি কলেজের দিকে আসছিল। তি‌নিও মি‌ছি‌লে অংশ গ্রহণ কর‌ছি‌লেন। মিছিলটি কাউতুলি স্টেডিয়াম মার্কেটের সামনে আসলে মিয়াচাঁন অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখানে কর্তব্যরত চিকিৎসক জানান, তি‌নি স্ট্রোক করে মৃতু‌্য বরন ক‌রে‌ছেন । মৃ‌তের স্বজনরা অ‌ভিযান ২৪ ডট কম‌কে জানান, বিএনপির মিছিলে গিয়ে অসুস্থ হয়ে তি‌নি সড়কে পড়ে যান। সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।