
মজিবুর রহমান সুজন, বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পুলিশ ও মাদক ব্যবসায়ীর সংঘর্ষের জের ধরে আইয়ুব নূর (৫৫) নামে ১ জন নিহত ও ১০ জন পুলিশ সদস্যসহ ১৫ জন আহত হয়েছেন । ২০ জুলাই বৃহষ্পতিবার ভোরে উপজেলার পত্তন ইউনিয়নের আদমপুর গ্রামে এ ঘটনা ঘটে। সরে জমিনে জানা যায়, ওই গ্রামের আইয়ুব নূরের ছেলে আরিফ মিয়াকে মাদক মামলার গ্রেপ্তারি পরোয়ানা থাকায় গ্রেপ্তার করা হয়। এরপরই তাকে ছিনিয়ে নিতে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালায় আরিফের লোকজন। হাতকড়া পরিহিত অবস্থায় ছিনিয়ে নেন আরিফকে। এ সময় পুলিশ ৮ রাউন্ড গুলি ছুড়েন এবং ঘটনাস্থলে ১০ জন পুলিশ সদস্য ও আরিফের বাবা আইয়ুব নূরসহ আরও কয়েকজন আহত হন। পরে নূরকে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিজয়নগর থানার অফিসার ইনচার্জ মোঃ রাজু আহম্মেদ রাইট টাইমস ২৪ ডট কমকে , বৃহস্পতিবার ভোরে এ ঘটনা ঘটে। পরে আহত পুলিশ সদস্যসহ অন্যদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আরিফের বিরুদ্ধে মাদক মামলাসহ পাঁচটি মামলা রয়েছে এবং নিহত আইয়ুব নূরের বিরুদ্ধেও একাধিক মামলা চলমান রয়েছে।