সাদুল্লাপুরে বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উন্নয়ন শোভাযাত্রা অনুষ্ঠিত

ময়মনসিংহ, ২০ জুলাই ২০২৩, 107 বার পড়া হয়েছে,

শেখ নাসির আহমেদ, গাইবান্ধা থেকেঃ

গাইবান্ধার সাদুল্লাপুরে উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ সাহারিয়া খাঁন বিপ্লবের নেতৃত্বে ও সকল অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে উন্নয়ন শোভাযাত্রা পালন করা হয়েছে।

১৯ জুলাই বিকাল ৫ টায় উপজেলা শহরের আবু হোসেন সুপার মার্কেট সংলগ্ন উপজেলা আওয়ামীলীগ কার্যালয় থেকে শোভাযাত্রা বের হয়ে সাদুল্লাপুর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে এসে আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক এস টি এম রুহুল আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাদুল্লাপুর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ সাহারিয়া খাঁন বিপ্লব, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান মিন্টু, উপজেলা আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সভাপতি মোঃ আহসান হাবীব নাহিদ, নলডাঙ্গা ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ চাঁন মিয়া উপজেলা ছাত্রলীগ নেতা মোঃ মুসফিকুর রহমান রুবেল প্রমূখ সহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।