বিজয়নগর সংবাদদাতা্ :
ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরে আবু লাল ভুঁইয়া (৫৫) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে বিজয়নগর থানা পুলিশ। ১৮ জুলাই মঙ্গলবার সকালে উপজেলার বুধন্তি ইউনিয়নের রবি টাওয়ারের পাশ থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত আবু লাল ভুঁইয়া (৫৫) ওই ইউনিয়নের মৃত আব্দুল জব্বার ভুঁইয়ার ছেলে। তিনি রবি টাওয়ারে পাহারাদার ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাত ৮টার সময় রবি টাওয়ারে ওই দিনের দায়িত্বে থাকা পাহারাদার আক্তার মিয়া রাতে পাহারা দেয়ার জন্য আবু লাল ভুঁইয়াকে চাবি বুঝিয়ে দেন। পরের দিন মঙ্গলবার সকালে তার মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিলে ঘটনস্থল থেকে তার মরদেহটি উদ্ধার করে পুলিশ।
প্রতিবেশিরা জানান, নিহত আবু লাল ভুঁইয়া অবসরে বাড়ির কৃষি কাজ করতেন। তিনি খুব সহজ সরল মানুষ ছিলেন। টাওয়ারের জিনিসপত্র চুরি করতে এসে তাকে হত্যা করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চি করে বিজয়নগর থানার অফিসার ইনচার্জ মো. রাজু আহম্মেদ জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে ওই বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছি। মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় অভিযোগ পেলে ময়নাতদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।