বিজয়নগরে সাবেক ইউপি চেয়ারম্যান কারাগারে

চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া, ১২ জুলাই ২০২৩, 71 বার পড়া হয়েছে,

বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সাবেক ইউপি চেয়ারম্যানের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন বিজ্ঞ আদালত। জানা যায়, গত ১১ জুলাই উপজেলার ৩ নং ইছাপুরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আক্তার হোসেন (৫৫) সি.আর ৭৩/২৩ ইং ( দ্রুত বিচার) মামলায় হাজিরা দিতে গেলে তার জামিন না মঞ্জুর করেন আদালত। এজাহার সূত্রে জানা যায়, গত ৩০ মাার্চ একই ইউনিয়নের খাদুরাইল গ্রামের নুর রহমানের ছেলে মোঃ কামাল মিয়া আইন শৃংখলা বিঘœকারীর অপরাধে দ্রুত বিচার আইনে একই গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান আক্তার হেসেনসহ ৯ জনকে আসামী করে ব্রাহ্মণবাড়িয়ায় আদালতে মামলা দায়ের করেন। আদালত, সিআইডি ব্রাহ্মণবাড়িয়া জেলাকে মামলাটি অনুসন্ধান করে প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ করেন। এদিকে আক্তার হোসেন উচ্চ আদালত থেকে জামিনে থাকলেও ১১ জুলাই মঙ্গলবার নিম্ম আদালতে হাজিরা দিতে গেলে সিআইডি প্রতিবেদন অনুযায়ী বিজ্ঞ আদালত তাকে আটক করে জেল হাজতে পাঠানোর নির্দেশ প্রদান করেন।