বিজয়নগরে অভিযান-এর ২১ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

চট্টগ্রাম, বিজয়নগর, ব্রাহ্মণবাড়িয়া, সারাদেশ, ১০ জুলাই ২০২৩, 138 বার পড়া হয়েছে,

বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত, অভিযান এর ২১ তম প্রতিষ্ঠাবার্ষিকী -২০২৩ ইং পালিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন, বিজয়নগর উপজেলা নির্বাহী অফিসার এ এইচ ইরফান উদ্দিন আহমেদ। ১০ জুলাই সকাল ১০ টার সময় সংস্থার কার্যালয় থেকে একটি র‌্যালি বের হয়ে উপজেলা মিলনায়তনে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় অভিযান পরিচালিত শিক্ষা, স্বাস্থ্য ও জনসচেতনা বিষয়ে মাঠ পর্যায়ে কাজের বিস্তারিত বিবরনী আলোচনা হয়। প্রধান অতিথি তার বক্তৃতায় অভিযান কার্যক্রমের প্রশংসা করেন এবং এ বিষয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। উক্ত সংস্থার প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, দৈনিক যুগান্তর ও এশিয়ান টিভির বিজয়নগর প্রতিনিধি, সাংবাদিক সারুয়ার হাজারী পলাশের সভাপতিত্বে ও মিজানুর রহমান খান এবং মজিবুর রহমান সুজনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) মোঃ মেহেদী হাসান খান শাওন, বিজয়নগর থানার তদন্ত অফিসার বিমল কর্মকার, প্রেসক্লাব বিজয়নগরের সভাপতি মৃনাল চৌধুরী লিটন, দৈনিক ফ্রন্টিয়ার নিউজের সম্পাদক আব্দুর রহমান খান ওমর । বক্তব্য রাখেন, শফিকুল ইসলাম রেনু সরকার, প্রেসক্লাব সাধারণ সম্পাদক জিয়াদুল হক বাবু, এসএম জহিরুল আলম চৌধুরী টিপু, মিজানুর রহমান খান, মোঃ আলমগীর হোসাঈন, কাজী আল আমীন, আশীষ সাহা, শাহজাহান সরকার, মোঃ রাষ্টু মিয়া, মোঃ জিল্লুর রহমান, মোঃ সেলিম রেজা ভূইয়া প্রমূখ। এ সময় সংস্থার সদস্যবৃন্দ, কর্মকর্তা ও কর্মচারীসহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।