বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ঈদগাহ নির্মান কাজে চরম অনিয়মের অভিযোগ উঠেছে। সরে জমিনে জানা যায, উপজেলার চান্দুরা ইউনিয়নের সাতগাঁও দাউদপুর মোহাম্মদীয়া ফোরকানিয়া হাসানিয়া মাদ্রসার ঈদগাহ মাঠ টালাইয়ের কাজে নিম্মমানের ইট সুরকি সিমেন্ট ব্যবহার করা হয়েছে। এতে জনমনে চরম ক্ষোভের সৃষ্টি হযেছে। গত জুন মাসে ঈদগাহ মাঠ নির্মানে ৪ লক্ষ ৭৫ হাজার টাকা সরকারি টেন্ডার হয়। এতে উপজেলা এল জি আরডির মাধ্যমে ডিএনবি ইঞ্জিনিয়ারিং নামক ঠিকাদারী প্রতিষ্ঠান কাজটি নির্মান করেন। ঢালাই ও উপরের আস্তুর নিম্ম মানের হওয়ায় জনগণ বাঁধা প্রদান করেন। এতে ঠিকাদারী প্রতিষ্ঠান জনগনকে সরকারি কাজে বাধা প্রদান করছে মর্মে ভয় দেখান এবং ঈদুল আযহার আগেই তারাহুরা করে উক্ত কাজ সমাপ্ত করেন। সিমেন্টের পরিবর্তে বালি ব্যবহার করেছেন ফলে আগুলের আছর দিতেই ঢালাই উঠে যায়। ঈদগাহ মাঠে নামাজ পড়তে এসে মুসল্লিাদের কাপড় বালিতে ভরে যায়।
এ বিষয়ে ঠিকাদারী প্রতিষ্ঠানের সাথে বার বার যোগাযোগের চেষ্টা করেও কোন সাড়া পাওয়া যায় নাই।
এ ব্যাপারে উক্ত বিষয়ে দায়িত্বরত উপজেলা উপ-সহকারী প্রকৌশলী মোঃ আব্দুর রাজ্জাকের কাছে জানতে চাইলে তিনি ক্ষিপ্ত হয়ে উঠেন এব কোন সদোত্তর দিতে পারে নাই।
এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী মোহাম্মদ আশিকুর রহমান ভূঁইয়া জানান, আমি বিষয়টি শুনেছি, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক ঃ সাংবাদিক সারুয়ার হাজারী। বিএ (অনার্স), এমএ ইংরেজি।
গণমাধ্যম ও সাংবাদিকতা বিষয়ে মাস্টার্স (অধ্যয়নরত) পিআইবি।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ঃ অভিযান সেন্টার, বিজয়নগর উপজেলা মোড়, ব্রাহ্মণবাড়িয়া।
রাইট টাইমস 24