আলমগীর হোসেন : ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলার ২নং চন্দুরা ইউনিয়নের সাতগাঁও গ্রামের মৃত মিন্নাত আলীর ছেলে মোহাম্মদ মামুন হোসেন গত ৭ই নভেম্বর ২০১৪ইং সালে ডাকবাংলা টু আমতলী বাজার রোডের ফুলতলী নাম স্থানে মোটরসাইকেল দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন। মৃত্যু কালে তার বয়স ছিল ২২ বছর, পরিবারের খুবই আদরের সন্তান ছিল। সে সাউথইস্ট ইউনিভার্সিটিতে সেশন ২০১১ – ২০১৫ সালের ফাইনাল ইয়ারে ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এর ছাত্র ছিল, তার এই মর্মান্তিক বিয়োগের পরিবারে আজও শোকাহতের মুহূর্ত কাটছে, এই শোকাহতের স্মরণে ধারাবাহিকতা রক্ষায় ও আন্তরিকতার উদযাপনে সমৃদ্ধ রাখার জন্য, তারই বন্ধু মহল ইনচার্জ সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড,চান্দুরা মেট্রো, মো: খায়রুল আলম জুয়েল, আহব্বায়ক সেচ্ছসেবক লীগ চান্দুরা ইউপি ঝলক ঊন নবী, আরফান লিমন, সহকারী ম্যানেজার,BMS & BMS rope com.ltd শাহরিয়ার নাজীম জনি, এডমিন অফিসার সেনা কল্যাণ ফেরদৌস আহমেদ, CIC বাংলাদেশ পুলিশ শিব্বির আহমেদ,এক্সেকিউটিব বাংলা CAT আরফান মিয়া লিমন, বিশিষ্ট ব্যবসায়ী সাদ্দাম আবু ইউসুফ, প্রবাসী রাসেল খান, বিশিষ্ট ব্যবসায়ী সবুজ আহমেদ, স্বাস্থ্য সহকারী সরাইল উপজেলা সাইফুর রহমান জনি সহ অনেকের প্রচেষ্টায় ২৮শে রমাদান (শুক্রবার) সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড চান্দুরা মেট্রো আমতলী বাজার শাখায় ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এ সময় মামুনের আত্মার মাগফেরাত সহ বিশ্বের সকল মুসলিম মৃত্যুর আত্মার মাগফেরাতের জন্য দোয়া করা হয়।
সম্পাদক ও প্রকাশক ঃ সাংবাদিক সারুয়ার হাজারী। বিএ (অনার্স), এমএ ইংরেজি।
গণমাধ্যম ও সাংবাদিকতা বিষয়ে মাস্টার্স (অধ্যয়নরত) পিআইবি।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ঃ অভিযান সেন্টার, বিজয়নগর উপজেলা মোড়, ব্রাহ্মণবাড়িয়া।
রাইট টাইমস 24